James
বন্ধু | Bondhu - James | Lyrics
#Song: Bondhu
#Artist: James
#Album: Bondhu
#Lyrics -
আরো কিছুক্ষণ কি রবে বন্ধু
আরো কিছু কথা কি হবে
বলবে কি শুধু ভালোবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা
মুছে ফেলে সব জড়তা
আরো কিছুক্ষণ কি রবে বন্ধু
আরো কিছু কথা কি হবে
কাজলও সে চোখে অতল গভীরে
হারিয়ে যেই আমি একাকার
মিষ্টি সেই সুরে রিনিঝিনি কাকন
দিয়েছে যেই আমার পরোপার
বলবে কি শুধু ভালোবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা
মুছে ফেলে সব জড়তা
আরো কিছুক্ষণ কি রবে বন্ধু
আরো কিছু কথা কি হবে
সাগরেরই বুকে উড়ে যায় গাঙ্গচিল
তুমি যেন তার ঠিকানা
জীবনেরই পথে এঁকে যাই যার ছবি
তুমি যেন তার উপমা
বলবে কি শুধু ভালোবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা
মুছে ফেলে সব জড়তা
আরো কিছুক্ষণ কি রবে বন্ধু
আরো কিছু কথা কি হবে
Posted: Saturday, November 9, 2019
#Artist: James
#Album: Bondhu
#Lyrics -
আরো কিছুক্ষণ কি রবে বন্ধু
আরো কিছু কথা কি হবে
বলবে কি শুধু ভালোবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা
মুছে ফেলে সব জড়তা
আরো কিছুক্ষণ কি রবে বন্ধু
আরো কিছু কথা কি হবে
কাজলও সে চোখে অতল গভীরে
হারিয়ে যেই আমি একাকার
মিষ্টি সেই সুরে রিনিঝিনি কাকন
দিয়েছে যেই আমার পরোপার
বলবে কি শুধু ভালোবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা
মুছে ফেলে সব জড়তা
আরো কিছুক্ষণ কি রবে বন্ধু
আরো কিছু কথা কি হবে
সাগরেরই বুকে উড়ে যায় গাঙ্গচিল
তুমি যেন তার ঠিকানা
জীবনেরই পথে এঁকে যাই যার ছবি
তুমি যেন তার উপমা
বলবে কি শুধু ভালোবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা
মুছে ফেলে সব জড়তা
আরো কিছুক্ষণ কি রবে বন্ধু
আরো কিছু কথা কি হবে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)