Best Bangla Collection

চাঁদ কেনো আসেনা | Chad Keno Ashe Na - Raghab Chatterjee | Lyrics

#Song: Chad Keno Ashe Na
#Artist: Raghab Chatterjee
#Album: Amar Akash
#Lyrics -

চাঁদ কেনো আসেনা আমার ঘরে
চাঁদ কেনো আসেনা আমার ঘরে
ও চাঁদ কেনো আসেনা আমার ঘরে
চাঁদ কেনো আসেনা আমার ঘরে

সেই অভিমানিনী আজও তো বলেনি
অভিমানিনী আজ ও তো বলেনি
আসবে কিনা সে ফিরে
ও ও ও চাঁদ কেন আসেনা আমার ঘরে
চাঁদ কেনো আসেনা আমার ঘরে 
দিন যায় রাত যায়,বয়ে যায় সময়
ম্লান মুক্তার আজ ও সেই 
চোখ চায় মন চায়
তবু ভাঙ্গা হৃদয়
সবই আছে চাঁদ শুধু নেই
মেঘেরা যদি গিয়েছ দুরে সরে
চাঁদ কেনো আসেনা আমার ঘরে

জোয়ার ভাটায় চাঁদ আসে চাঁদ যায় 
আলো করে আঙ্গিনা সবার
আমি আছি ভরসায়, ঘোর অমানিশায়
কাটেনা কেনো যে এই আধাঁর
ভালোবাসা গুমড়ে কেঁদে মরে
চাঁদ তবু আসেনা আমার ঘরে
ও চাঁদ কেনো আসেনা আমার ঘরে
চাঁদ কেনো আসেনা আমার ঘরে
সেই অভিমানিনী আজও তো বলেনি
অভিমানিনী আজও তো বলেনি
আসবে কিনা সে ফিরে
চাঁদ কেনো......

Posted: Saturday, November 9, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)