ARTCELL
অভয় | Obhoy - Artcell | Lyrics
#Song: Obhoy
#Album: Rock4Peace
#Band: Artcell
#Lyrics -
শান্তির মিছিলে আমাদের আহ্বান
দূরে থাক অসভ্য নিরন্তর পিছুটান
দাঁড়িয়েছে দেখো আমরা ও সহনশীল হয়ে
পতাকা উচিয়ে দেই শ্বাশ্বত শান্তির ডাক
একচোখা দৃষ্টিকোণ সমাজের বেদনা
লালসা অপ্রশন মানুষ তো ধর্ম না
মানিয়ে চলো যাই আমরা সকলের ভিন্নমত
চিন্তার বিচিত্র ধুয়ে যাক যত বিরোধ
অভয় আজ দিচ্ছে শান্তির ডাক
বিবর্ণ হয়ে যাক হতাশা
অপশক্তির লালসা রক্তে
রঞ্জিত তরুণের দেহ
অসহায় চিত্র কি দেখনি
কষ্ট ছড়িয়ে পড়ে মাটিতে
নীল আকাশ সাদা মেঘ ঢেকে যায়
হাতে হাত আগামীর তরুণেরা
সূর্যের আলোতে মুছে যাক
এসেছে এসেছে রাঙা প্রভাত
Posted: Saturday, November 23, 2019
#Album: Rock4Peace
#Band: Artcell
#Lyrics -
শান্তির মিছিলে আমাদের আহ্বান
দূরে থাক অসভ্য নিরন্তর পিছুটান
দাঁড়িয়েছে দেখো আমরা ও সহনশীল হয়ে
পতাকা উচিয়ে দেই শ্বাশ্বত শান্তির ডাক
একচোখা দৃষ্টিকোণ সমাজের বেদনা
লালসা অপ্রশন মানুষ তো ধর্ম না
মানিয়ে চলো যাই আমরা সকলের ভিন্নমত
চিন্তার বিচিত্র ধুয়ে যাক যত বিরোধ
অভয় আজ দিচ্ছে শান্তির ডাক
বিবর্ণ হয়ে যাক হতাশা
অপশক্তির লালসা রক্তে
রঞ্জিত তরুণের দেহ
অসহায় চিত্র কি দেখনি
কষ্ট ছড়িয়ে পড়ে মাটিতে
নীল আকাশ সাদা মেঘ ঢেকে যায়
হাতে হাত আগামীর তরুণেরা
সূর্যের আলোতে মুছে যাক
এসেছে এসেছে রাঙা প্রভাত
Post By: FarhaN Fahidur Rahim
2 মন্তব্য(গুলি)
Lyrics aa onek bhul
ReplyDelete- ঠিক কোথায় কোথায় ভুল?? জানালে ঠিক করে দেবো।
Delete