- Bangla Movie Song -

মুসাফির (Title Track) - Musafir Movie | Lyrics

কারো আদেশ মানিনা আমি চির স্বাধীন!
আমি না মানি আইন, আমি না কারো অধীন!

যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমিই সঠিক!
কেবল আমিই সত্য, পুরা দুনিয়া ব্যাঠিক!
প্রলয় আমি, আমি করি ধ্বংস!
আমি শত্রু ঘায়েলে স্বদা হন্য
আমি শৃংখলা মানিনা, মৃত্যু চিনিনা
আমি জ্বলা আগুন শিখা, নিভিতে জানিনা!
তোমার দাসত্ব, আমার রাজত্ব!
ধুকেফুকে মর, ওহে বিশ্বাসঘাতক!
আমারই আদালত, আমিই বিচারক!
হত্যা করি, কাপি না মানি স্বর্গ মর্ত!

এই আগুন খেলায়, রক্ত যুদ্ধের নেশায়
ধুলোয় উড়িয়ে আগুন
মুসাফির... মুসাফির...

(আমি মুসাফির)
বিশ্বাস ভাঙে কাছেরই মানুষ!
ভালোবাসা কই? উড়ছে ফানুশ!
যুদ্ধে আমি এই, নেশায় অনুঘুম,
ফাটে উচ্ছাসে জগদিশ্বরী মাতো!
ভিন্ন আলেরা, পিচাশ আলেয়
আযে ডরে সবরে, হে আগুন খেলায়!
তাই রক্তপিপাসু আমি, হিংস্র হায়েনা আমি
আমি কালজয়ী মহাবীর!!!

আমি ঘাতকেরই ভয়, হবে শস্বতেরই জয়
করি আজন্ম লড়াই,,, আমি মুসাফির!

এই আগুন খেলায়, রক্ত যুদ্ধের নেশায়
ধুলোয় উড়িয়ে আগুন
মুসাফির... মুসাফির...
That was true...!
এই আগুন খেলায়, রক্ত যুদ্ধের নেশায়
ধুলোয় উড়িয়ে আগুন
মুসাফির... মুসাফির...

Posted: Sunday, December 1, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)