Mixed Mp3 Songs
মেঘ বালিকা | Megh Balika - Mahmuduzzaman Babu | Lyrics
#Song: Megh Balika
#Singer: Mahmuduzzaman Babu
#Album: Chokh Vese Jay Jole
#Lyrics -
মেঘ বালিকা ও মেঘ বালিকা
কত স্বপ্ন কথা ছিলো তোমার সাথে
অথচ ক্লান্তিহীন পথ চলা থামেনা
বেড়ে চলে জীবনের নীরবতা
মেঘ বালিকা ও মেঘ বালিকা
অস্থির জনপদ হেটে চলা অজানায়
মুখোশে মুখোশে সব মুখগুলো অচেনা
সীমানা পেরোনো পা খুঁজে ফিরে সীমানা
জীবন কুঁড়িয়ে নেয় ঝিনুক ব্যাথা
মেঘ বালিকা ও মেঘ বালিকা
শোনো মেয়ে জলকনা একটু ফিরে চাও
একাকী এই দাহ পথ অপলক দেখে নাও
শোনো মেঘ জলকনা একটু ফিরে চাও
একাকী এই দাহ পথ অপলক দেখে নাও
প্রহরে প্রহরে কাঁদে মানবিক প্রান এই
দাহ কালে বৃষ্টির গল্প শোনাও
মেঘ বালিকা ও মেঘ বালিকা
কত স্বপ্ন কথা ছিলো তোমার সাথে
অথচ ক্লান্তিহীন পথ চলা থামেনা
বেড়ে চলে জীবনের নীরবতা
মেঘ বালিকা ও মেঘ বালিকা
Posted: Thursday, December 5, 2019
#Singer: Mahmuduzzaman Babu
#Album: Chokh Vese Jay Jole
#Lyrics -
মেঘ বালিকা ও মেঘ বালিকা
কত স্বপ্ন কথা ছিলো তোমার সাথে
অথচ ক্লান্তিহীন পথ চলা থামেনা
বেড়ে চলে জীবনের নীরবতা
মেঘ বালিকা ও মেঘ বালিকা
অস্থির জনপদ হেটে চলা অজানায়
মুখোশে মুখোশে সব মুখগুলো অচেনা
সীমানা পেরোনো পা খুঁজে ফিরে সীমানা
জীবন কুঁড়িয়ে নেয় ঝিনুক ব্যাথা
মেঘ বালিকা ও মেঘ বালিকা
শোনো মেয়ে জলকনা একটু ফিরে চাও
একাকী এই দাহ পথ অপলক দেখে নাও
শোনো মেঘ জলকনা একটু ফিরে চাও
একাকী এই দাহ পথ অপলক দেখে নাও
প্রহরে প্রহরে কাঁদে মানবিক প্রান এই
দাহ কালে বৃষ্টির গল্প শোনাও
মেঘ বালিকা ও মেঘ বালিকা
কত স্বপ্ন কথা ছিলো তোমার সাথে
অথচ ক্লান্তিহীন পথ চলা থামেনা
বেড়ে চলে জীবনের নীরবতা
মেঘ বালিকা ও মেঘ বালিকা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)