HABIB
আজ পাশা খেলবো | Aaj Pasha Khelbo - Habib ft Kaya | Lyrics
#Song: Aj Pasha Khelbo
#Artist: Kaya
#Lyric & Tune: Baul Deenohin
#Composer: Habib
#Album: Krishno - Habib ft Kaya
#Lyrics -
ও শ্যাম রে তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম
এই নিঠুর বনে
আইজ পাশা খেলবো রে শ্যাম
একেলা পাইয়াছি হেতা পলাইয়া যাবে কোথায়
#Artist: Kaya
#Lyric & Tune: Baul Deenohin
#Composer: Habib
#Album: Krishno - Habib ft Kaya
#Lyrics -
ও শ্যাম রে তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম
এই নিঠুর বনে
আইজ পাশা খেলবো রে শ্যাম
একেলা পাইয়াছি হেতা পলাইয়া যাবে কোথায়
চৌদিকে ঘিরিয়া রাখবো সব সখি সনে
আইজ পাশা খেলবো রে শ্যাম
আইজ পাশা খেলবো রে শ্যাম
ও শ্যাম রে তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম
একেলা পাইয়াছি রে শ্যাম এই নিঠুর বনে
আইজ পাশা খেলবো রে শ্যাম
আইজ পাশা খেলবো রে শ্যাম
আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়
ছিটাইয়া দাও সোয়া চন্দন ঐ রাঙ্গা চরণে
আইজ পাশা খেলবো রে শ্যাম
একেলা পাইয়াছি রে শ্যাম
একেলা পাইয়াছি রে শ্যাম এই নিঠুর বনে
আইজ পাশা খেলবো রে শ্যাম
আইজ পাশা খেলবো রে শ্যাম
আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়
ছিটাইয়া দাও সোয়া চন্দন ঐ রাঙ্গা চরণে
আইজ পাশা খেলবো রে শ্যাম
ও শ্যাম রে তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম
একেলা পাইয়াছি রে শ্যাম এই নিঠুর বনে
আইজ পাশা খেলবো রে শ্যাম
আইজ পাশা খেলবো রে শ্যাম
একেলা পাইয়াছি রে শ্যাম
একেলা পাইয়াছি রে শ্যাম এই নিঠুর বনে
আইজ পাশা খেলবো রে শ্যাম
আইজ পাশা খেলবো রে শ্যাম
দীনহীন আর যাবে কোথায় বন্ধের চরণ বিহনে
রাঙ্গা চরণ মাথায় নিয়া দীনহীন কান্দে
আইজ পাশা খেলবো রে শ্যাম
ও শ্যাম রে তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম
একেলা পাইয়াছি রে শ্যাম এই নিঠুর বনে
আইজ পাশা খেলবো রে শ্যাম
Posted: Wednesday, January 15, 2020
একেলা পাইয়াছি রে শ্যাম
একেলা পাইয়াছি রে শ্যাম এই নিঠুর বনে
আইজ পাশা খেলবো রে শ্যাম
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)