James

তুমি জানলে না | Tumi Janle Na - James | Lyrics

#Song: Tumi Janle Na
#Artist: James
#Album: Piano
#Lyrics -

তুমি জানলেনা
আমার হাসির আড়ালে
কত যন্ত্রণা কত বেদনা
কত যে দুঃখ বোনা

পাহাড়ের কান্নাকে ঝর্ণা সবাই বলে
সেই ঝর্ণা ধারায় পাহাড় কষ্টের নদী বয়ে চলে
আমাকে দেখেছ তুমি দেখনি এই হৃদয়
অনিশ্চয়তার আগুনে পুড়ে হয়ে গেছে তা ক্ষয়
এত দিন পাশে থেকেও আহহাহাহা
বোঝনি পাথরের নীরবতা
তুমি জানলেনা

তুমি জানলেনা
আমার হাসির আড়ালে
কত যন্ত্রণা কত বেদনা
কত যে দুঃখ বোনা

তুমি জানলেনা
আমার হাসির আড়ালে
কত যন্ত্রণা কত বেদনা
কত যে দুঃখ বোনা
তুমি জানলেনা

Posted: Wednesday, January 15, 2020
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)