James

দুখিনী | Dukhini - James | Lyrics

#Song: Dukhini Dukho Koro Na
#Artist: James
#Album: Dukhini Dukkho Koro Na
#Lyrics -

চেয়ে দেখো উঠেছে নতুন সূর্য
পথে পথে রাজপথে
চেয়ে দেখো রংয়ের খেলা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো চুল খুলে পথে নামি
এসো উল্লাস করি
দুঃখিনী দুঃখ করো না
দুঃখিনী দুঃখিনী

আঁধারের সিঁধ কেটে আলোতে এসো
চোখের বোরখা নামিয়ে
দেখো জোছনার গালিচা
ঘর ছেড়ে তুমি বাইরে এসো
চেয়ে দেখো রংধনু
চেয়ে দেখো সাত রং
দুঃখিনী দুঃখ করো না
দুঃখিনী দুঃখিনী

মিছিলের ভিড় ঠেলে সামনে এসো
দুঃখের পৃষ্ঠা উল্টে
দেখো স্বপ্নের বাগিচা
ঘরে বসে থেকে লাভ কী বলো
এসো হাতে হাত রাখি
এসো গান করি
দুঃখিনী দুঃখ করো না
দুঃখিনী দুঃখিনী

দুঃখিনী দুঃখ করো না
দুঃখিনী দুঃখিনী
দুঃখিনী দুঃখ করো না
দুঃখিনী দুঃখিনী

Posted: Tuesday, January 14, 2020
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)