HABIB

লোকে বলে | Lokey Bole - Habib ft Kaya & Helal | Lyrics

#Song: Loke Bole
#Artist: Kaya 
#Lyrics & Tune: Hason Raja
#Composition: Habib
#Album: Maya - Habib ft Kaya & Helal
#Lyrics -

লোকে বলে এ বলেরে
ঘর বাড়ি ভালা নায় আমার
লোকে বলে এ বলেরে
ঘর বাড়ি ভালা না আমার
কি ঘর বানাইমু আমি
কি ঘর বানাইমু আমি
শূণ্যেরও মাঝার লোকে বলে
এ বলেরে ঘর বাড়ি
ভালা না আমার
লোকে বলে বলেরে ঘর বাড়ি
ভালা না আমার

ভালা করি ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর
হায়রে কয়দিন থাকমু আর
ভালা করি ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর
হায়রে কয়দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার লোকে বলে
এ বলেরে ঘর বাড়ি ভালা না আমার
লোকে বলে বলেরে ঘর বাড়ি
ভালা না আমার

এ ভাবিয়া হাসন রাজা
ঘর দুয়ার না বান্ধে
হায়রে ঘর-দুয়ার না বান্ধে
কোথায় নিয়া রাখব আল্লায়
কোথায় নিয়া রাখব আল্লায়
তাই ভাবিয়া কান্দে
লোকে বলে বলেরে ঘর-বাড়ি
ভালা না আমার
লোকে বলে বলেরে ঘর-বাড়ি
ভালা না আমার

আগে জানতো যদি হাসন বাঁচব কতদিন
হায়রে বাঁচব কতদিন
আগে জানত যদি হাসন বাঁচব কতদিন
হায়রে বাঁচব কতদিন
বানাইত দালান কোঠা
বানাইত দালান কোঠা করিয়া রঙিন
লোকে বলে বলেরে ঘর-বাড়ি
ভালা না আমার
লোকে বলে বলেরে ঘর বাড়ি
ভালা না আমার
লোকে বলে বলেরে ঘর বাড়ি
ভালা না আমার

কি ঘর বানাইমু আমি
কি ঘর বানাইমু আমি
শূণ্যেরও মাঝার লোকে বলে
এ বলেরে ঘর বাড়ি ভালা না আমার
লোকে বলে ঘর বাড়ি ভালা না আমার
ঘর বাড়ি ভালা না আমার

Posted: Tuesday, January 14, 2020
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)