FUAD

ডিস্কো বান্দর | Disco Bandor - Fuad ft Mila | Lyrics

#Song: Disco Bandor 
#Artist: Mila 
#Album: Re-Defined 
#Music: Fuad Almuqtadir 
#Lyrics - 

দেখ ডানে-বামে ঘুরে ঘুরে আংকেল গান ধরে 
যদিও নেই কোন তালে 
আজকে হরদম হোক মাস্তি নেই আজ কোন শাস্তি 
যদি কারো মনটা গলে 

দেখো ডানে বামে ঘুরে ঘুরে আংকেল গান ধরে 
যদিও নেই কোন তালে 
আজকে হরদম হোক মাস্তি নেই আজ কোন শাস্তি 
যদি কারো মনটা গলে 

আন্টিও জানেনা আংকেলের ঠিকানা 
হঠাৎ সে চেনা সুর গেয়ে ওঠে 
I am a Disco Dancer 
I am a Disco Dancer 
I am a Disco Dancer 
I am a Disco Dancer 

এসো কাছে, দু'জনে 
প্রেম ভরা এ যৌবনে 
হঠাৎ করে যেনো চুরমার হয়ে যায় 

ইতিমধ্যে নাচের ফ্লোরে কে যেনো আস্তে করে 
চামে দিয়া বামে ঠেলা দেয় 
সরি ভাই আমি বুঝিনাই, পাবলিক আসতে দেরী নাই 
ভাই ভাই আমি বুঝিনাই, মারামারির দরকার নাই 
ইতিমধ্যে নাচের ফ্লোরে কে যেনো আস্তে করে 
চামে দিয়া বামে ঠেলা দেয় 

পাগলও জানেনা পাগলির ঠিকানা 
কেউতো বোঝেনা কে নাচে ধরে কার গানা 
তোমার পাঞ্জাবীটা জোশ আমার দোপাট্টাও সুন্দর 
তাই আমরা হলাম আজকে Disco Bandor 
তোমার পাঞ্জাবীটা জোশ আমার দোপাট্টাও সুন্দর 
তাই আমরা হলাম আজকে Disco Bandor 

I am a Disco Dancer 
দারোগা পিছে নাচে আনসার 
I am a Disco Dancer 
I am a Disco Dancer 

অন্যদিকে নাচতে গিয়ে চিপায় দেখি চোখ পাকিয়ে 
আংকেল ধর্মেন্ধর হতে চায় 
Kutte, main tera khoon pi jaunga 
Digidigi dumdum dumdum 
A Tigidigi Dumdum Dumdum 
অন্যদিকে নাচতে গিয়ে চিপায় দেখি চোখ পাকিয়ে 
আংকেল ধর্মেন্ধর হতে চায় 

কেউতো জানেনা কারো ঠিকানা
কেউতো বোঝেনা কে নাচে ধরে কার গানা

তোমার পাঞ্জাবীটা জোশ, আমার দোপাট্টাও সুন্দর
তাই আমরা হলাম আজকে Disco Bandor
তোমার পাঞ্জাবীটা জোশ, আমার দোপাট্টাও সুন্দর
তাই আমরা হলাম আজকে Disco Bandor

I am a Disco Dancer
দারোগা পিছে নাচে আনসার
I am a Disco Dancer
তুমি Libra আমি Cancer
I am a Disco Dancer
বিড়ি খেলে হয় ক্যান্সার
I am a Disco Dancer
I am a Disco Dancer
I am a Disco Dancer
I am a Disco Dancer
I am a Disco Dancer
I am a...

Posted: Saturday, October 31, 2020
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)