Manna Dey
শাওন রাতে যদি | Shaon Raate Jodi - Manna Dey | Lyrics
#Song: Shaon Raate Jodi
#Artist : Manna Dey
#Film : Devdas
#Lyricist : Kazi Nazrul Islam
#Lyrics -
শাওন রাতে যদি
স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে
বাহিরে ঝড় বহে
নয়নে বারি ঝরে
ভুলিও স্মৃতি মম
নিশিথ স্বপন সম
আঁচলের গাথা মালা
আঁচলের গাথা মালা
ফেলিও পথ পরে
বাহিরে ঝড় বহে
বাহিরে ঝড় বহে
নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি
শাওন রাতে যদি
ঝরিবে পূবালী বায়
গহন দূর বনে
রহিবে চাহি তুমি
রহিবে চাহি তুমি
একেলা বাতায়নে
বিরহী কুহু কেকা
বিরহী কুহু কেকা
গাহিবে নীপ শাঁখে
যমুনা নদী পাড়ে
যমুনা নদী পাড়ে
শুনিবে কে যেন ডাকে
বিজলী দ্বীপ শিখা
খুঁজিবে তোমায় প্রিয়া
দু'হাতে ঢেকো আঁখি
দু'হাতে ঢেকো আঁখি
যদি গো জলে ভরে
বাহিরে ঝড় বহে
বাহিরে ঝড় বহে
নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি
স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে
বাহিরে ঝড় বহে
নয়নে বারি ঝরে
শাওন রাতে যদি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)