James

কিছু ভুল | Kichu Bhul - James | Lyrics

#Song: Kichu Vul Chilo Tomar 
#Artist: James 
#Composer: Prince Mahmud 
#Album: Dag Theke Jay 
#Lyrics - 

কিছু ভুল ছিল তোমার, কিছু আমার 
তুমি করোনি স্বীকার বন্ধু, আমি করেছি 
একসাথে চলতে, কথা বলতে 
কত ভুল বোঝাবুঝি হয় স্বাভাবিক, তুমি বোঝনি 

যদি স্বীকার করতে বন্ধু 
তুমি হতেই জয়ী 
আমি পরাজয় মেনে নিয়ে 
ভাবতাম, তুমি জয়ী 
যদি স্বীকার করতে বন্ধু 
তুমি হতেই জয়ী 
আমি পরাজয় মেনে নিয়ে 
ভাবতাম, তুমি জয়ী 

এই ছন্নছাড়া অগোছালো জীবনে 
কেনো এসেছিলে সব সাজাতে, হায় কে জানে 
সব গড়েছ তুমি, আবার ভেঙ্গেছ নিজেই 
রেখে গেছ বিস্মৃতির অবগাহনে 

যদি স্বীকার করতে বন্ধু 
তুমি হতেই জয়ী 
আমি পরাজয় মেনে নিয়ে 
ভাবতাম, তুমি জয়ী 
যদি স্বীকার করতে বন্ধু 
তুমি হতেই জয়ী 
আমি পরাজয় মেনে নিয়ে 
ভাবতাম, তুমি জয়ী 

Posted: Tuesday, February 2, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)