James
কিছু ভুল | Kichu Bhul - James | Lyrics
#Song: Kichu Vul Chilo Tomar
#Artist: James
#Composer: Prince Mahmud
#Album: Dag Theke Jay
#Lyrics -
কিছু ভুল ছিল তোমার, কিছু আমার
তুমি করোনি স্বীকার বন্ধু, আমি করেছি
একসাথে চলতে, কথা বলতে
কত ভুল বোঝাবুঝি হয় স্বাভাবিক, তুমি বোঝনি
তুমি করোনি স্বীকার বন্ধু, আমি করেছি
একসাথে চলতে, কথা বলতে
কত ভুল বোঝাবুঝি হয় স্বাভাবিক, তুমি বোঝনি
যদি স্বীকার করতে বন্ধু
তুমি হতেই জয়ী
আমি পরাজয় মেনে নিয়ে
ভাবতাম, তুমি জয়ী
যদি স্বীকার করতে বন্ধু
যদি স্বীকার করতে বন্ধু
তুমি হতেই জয়ী
আমি পরাজয় মেনে নিয়ে
আমি পরাজয় মেনে নিয়ে
ভাবতাম, তুমি জয়ী
এই ছন্নছাড়া অগোছালো জীবনে
কেনো এসেছিলে সব সাজাতে, হায় কে জানে
সব গড়েছ তুমি, আবার ভেঙ্গেছ নিজেই
রেখে গেছ বিস্মৃতির অবগাহনে
যদি স্বীকার করতে বন্ধু
তুমি হতেই জয়ী
আমি পরাজয় মেনে নিয়ে
ভাবতাম, তুমি জয়ী
যদি স্বীকার করতে বন্ধু
যদি স্বীকার করতে বন্ধু
তুমি হতেই জয়ী
আমি পরাজয় মেনে নিয়ে
আমি পরাজয় মেনে নিয়ে
ভাবতাম, তুমি জয়ী
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)