- Bangla Movie Song -
মনের জোড়ে চলছে দেহ | Moner Jore Cholche Deho - Habib | Lyrics
#Song: Moner Jore Cholche Deho
#Singer: Habib Wahid
#Movie: Chandragrohon (2008)
#Lyrics -
দেহের ভিতর মন
Posted: Tuesday, February 2, 2021
সেই মনে আজ
লাগছে ভালো রূপমনি কাঞ্চন
সে তো আসে যায়
সে তো আসে যায়
যার জন্যে চান্দে চান্দে এত চন্দ্র গ্রহণ
কাঁচা বাঁশের খাচার ভিতর পঞ্চ রসের মিল
চৌ দরজায় মায়ার খরন এক দরজায় খিল
সেই দরজা যাবে খুলে মিললে দর্শন
সে তো আসে যায়
সে তো আসে যায়
যার জন্যে চন্দে চান্দে এত চন্দ্র গ্রহণ
উজানে উজান হায়
উজানে উজান ভাঙ্গে কুল যায় স্রোত ধারা
সেই না ধারায় বন্ধুর চলন দেহ পাগল পারা রে
দেহ পাগল পারা
দেহের ভিতর
দেহের ভিতর দেহের প্রহর
খুজে আপন জন
সে তো আসে যায়
সে তো আসে যায়
যার জন্যে চান্দে চান্দে এত চন্দ্র গ্রহণ
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)