Kishore Kumar

একদিন পাখি উড়ে যাবে | Ekdin Pakhi Ure Jabe - Kishore Kumar | Lyrics

#Song: Ekdin Pakhi Ure Jabe Akashe 
#Singer: Kishore Kumar 
#Composer: R.D Burman 
#Lyrics - 

একদিন পাখি উড়ে 
একদিন পাখি উড়ে যাবে যে আকাশে 
ফিরবে না সে তো আর কারও আকাশে 
একদিন পাখি উড়ে যাবে যে আকাশে 
ফিরবে না সে তো আর কারও আকাশে 
একদিন 

বুকে যেন বাদলের ঐ মেঘ জমে না 
মন ভেঙে দিতে যেন আর ঝড় আসে না 
তারে ভেবে কারও চোখে যেন 
জল না আসে কারও আকাশে 
একদিন পাখি উড়ে যাবে যে আকাশে 
ফিরবে সে তো আর কারও আকাশে 
একদিন 

উদাসীর বাঁশি আর কেনো 
কেউ তো শোনে না 
কোনদিন কেউ তার কেনো 
মন তো বোঝে না 
ঘর ছেড়ে কোন দিন যেন শেষে 
পথে না বসে, পথে না বসে 

একদিন পাখি উড়ে যাবে যে আকাশে 
ফিরবে সে তো আর কারও আকাশে 
একদিন 

Posted: Wednesday, June 30, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)