Kishore Kumar
তোমরা যতই আঘাত করো | Tomra Jotoi Aghat Koro - Kishore Kumar | Lyrics
#Song: Tomra Jotoi Aghat Koro
#Artist: Kishore Kumar
#Composer: Bappi Lahiri
#Film: Guru Dakkhina
#Lyrics -
তোমরা যতই আঘাত করো
আমার গুরুর নামে আমি
করছি শপথ ভাই
শুধু যে চাই গান শোনাতে
আর কিছু না চাই
ব্যথার ডালি বক্ষে ধরি
গরল করি পান
নাম না জানা অনেক ফুলই
পথের ধারে ফোটে
জীবনটা যায় ঝরে ঝরে
ফুলদানি না জোটে
দু পায়েতে মাড়িয়ে গেলেও
নেই যে অভিমান
Posted: Wednesday, June 30, 2021
নেইকো অপমান
শুধু আমায় দাওগো সুযোগ
শোনাতে এ গান
শুধু আমায় দাওগো সুযোগ
শোনাতে এ গান
আমার গুরুর নামে আমি
করছি শপথ ভাই
শুধু যে চাই গান শোনাতে
আর কিছু না চাই
ব্যথার ডালি বক্ষে ধরি
গরল করি পান
নাম না জানা অনেক ফুলই
পথের ধারে ফোটে
জীবনটা যায় ঝরে ঝরে
ফুলদানি না জোটে
দু পায়েতে মাড়িয়ে গেলেও
নেই যে অভিমান
তোমরা যতই আঘাত করো
নেইকো অপমান
শুধু আমায় দাওগো সুযোগ
শোনাতে এ গান
শুধু আমায় দাওগো সুযোগ
শোনাতে এ গান
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)