VIBE

দূরে দূরে | Durey Durey - Vibe | Lyrics

#Song: Durey Durey 
#Album: Agontuk [Mixed] 
#Band: Vibe 
#Lyrics - 

ছুটতে ছুটতে বহুদূরে চলে গেছি আমি 
অজানা এক নিরবতার সুরে 
ছুটতে ছুটতে বহুদূরে চলে গেছি আমি 
অজানা এক নিরবতার সুরে 
দূরে দূরে পাখি উড়ে উড়ে 
আসে আর চলে যায় 
দূরে দূরে পাখি উড়ে উড়ে 
আসে আর চলে যায় 

ছুটতে ছুটতে বহুদূরে চলে গেছি আমি 
অজানা এক নিরবতার সুরে 
দূরে দূরে পাখি উড়ে উড়ে 
আসে আর চলে যায় 
দূরে দূরে পাখি উড়ে উড়ে 
আসে আর চলে যায় 

সুর সুরে, আমি গেয়ে যাই আকাশ নীলে 
সুর সুরে, আমি গেয়ে যাই আকাশ নীলে 
হারানো দুপুরে খুজে পাই ফেলে আসা দিন গুলো 
স্মৃতির আড়ালে ডুবে যায় কোথায় 

দূরে দূরে পাখি উড়ে উড়ে 
আসে আর চলে যায় 
দূরে দূরে পাখি উড়ে উড়ে 
আসে আর চলে যায় 

ছুটতে ছুটতে বহুদূরে চলে গেছি আমি 
অজানা এক নিরবতার সুরে 
দূরে দূরে পাখি উড়ে উড়ে 
আসে আর চলে যায় 
দূরে দূরে পাখি উড়ে উড়ে 
আসে আর চলে যায় 
দূরে দূরে পাখি উড়ে উড়ে 
আসে আর চলে যায় 
দূরে দূরে পাখি উড়ে উড়ে 
আসে আর চলে যায় 

Posted: Tuesday, July 6, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)