Hemanta Mukherjee

তারে বলে দিও | Tare Bole Dio - Hemanta Mukherjee | Lyrics

#Song: Taare Bole Diyo 
#Artist: Hemanta Mukherjee 
#Film Title: Dui Bhai 
#Lyrics -
 
তারে বলে দিও 
সে যেন আসে না আমার দ্বারে 
তারে বলে দিও 
সে যেন আসে না আমার দ্বারে 
তারে বলে দিও 
ওই গুণ গুণ সুরে মন হাসে না 
ওই গুণ গুণ সুরে মন হাসে না 
তারে বলে দিও 
সে যেন আসে না আমার দ্বারে 
তারে বলে দিও 

গা মা পা, মা গা রে
(কি রে থামলি কেন? বাজা!)
গা মা পা, মা গা রে
সা রে মা গা রে গা
রে সা রে, সা নি সা

ওই ফুলমালা দিলো শুধু জ্বালা 
ধুলায় সে যাক ঝরে যাক না 
এই ভাঙা বাঁশি ভোলে যদি হাসি 
ব্যথায় সে থাক ভরে থাক না 
জানি ফাগুন আমায় ভালোবাসে না 
জানি ফাগুন আমায় ভালোবাসে না 
তারে বলে দিও 
সে যেন আসে না আমার দ্বারে 
তারে বলে দিও 

তারে বলে দিও 
সে যেন আসে না 
তারে বলে দিও 
মন কেনো হাসে না 
তারে বলে দিও 
সে যেন আসে না আমার দ্বারে 
তারে বলে দিও 

গা মা পা, মা গা রে
সা রে মা গা রে গা
রে সা রে সা নি সা

নেই আলো চাঁদে যেন রাত কাঁদে 
এ আঁধার শেষ তবু হয় না 
যায় প্রেম সরে ফাঁকি দেয় মোরে 
এই ব্যথা প্রাণে সয় না 
হায় স্বপ্নে আঁখি আর ভাসে না 
হায় স্বপ্নে আঁখি আর ভাসে না 
তারে বলে দিও 
সে যেন আসে না আমার দ্বারে 
তারে বলে দিও 
ওই গুণ গুণ সুরে মন হাসে না 
ওই গুণ গুণ সুরে মন হাসে না 
তারে বলে দিও 
সে যেন আসে না আমার দ্বারে 
তারে বলে দিও 

Posted: Tuesday, July 6, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)