Indalo
1996 - Indalo | Lyrics
#Song: 1996
#Artist: Jon Kabir
#Band: Indalo
#Lyrics -
Tribute to LRB & ARK
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
দুঃখ না হয় তুমি পেলে সীমাহীন
তবুও তুমি ভালোবেসো আমায়
জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে
কান্না পেলে আর লুকাবো না
হারিয়ে যাওয়ার সেই হাহাকারে
নতুন করে আর কিছু চাইবো না... [LRB]
তুমি আমি এ তরীর হাল ধরেছি
পাড়ি দেব মোরা বহুদূর
পথে বাঁধা কত পাহাড় মরু
তবুও তুমি ভেঙ্গে পরোনা, পরোনা
ঘুম আসে না আহা হা
ঘুম আসে না নারে না
ঘুম আসে না... [ARK]
তবুও তুমি ভেঙ্গে পরোনা, পরোনা
ঘুম আসে না আহা হা
ঘুম আসে না নারে না
ঘুম আসে না... [ARK]
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
যখন কখনো আমি থাকবো না
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না....
যখন কখনো আমি থাকবো না....
[ গানটির নাম 1996 হবার কারনঃ ১৯৯৬ সালে রিলিজ পাওয়া এলআরবি ব্যান্ডের "কিছু চাইব না" এবং আর্ক ব্যান্ডের "সুইটি" গান দুটিকে ট্রিবিউট করে Indalo ব্যান্ড এই দুটি গান একসাথে কম্পোজ করে গেয়েছে। জনপ্রিয় ওই দুই গানের রিলিজ ইয়ার ছিল ১৯৯৬ তাই এই গানের শিরোনাম হিসেবে দেওয়া হয়েছে "1996" ]
Posted: Tuesday, September 28, 2021
0 মন্তব্য(গুলি)