Shah Abdul Karim
হাত বান্ধিব পাও বান্ধিব | Hat Bandhibo Pao Bandhibo - Shah Abdul Karim | Lyrics
#Song: Haat Bandhibo Pao Bandhibo
#Lyrics & Tune: Shah Abdul Karim
হাত বান্ধিব পাও বান্ধিব মন বান্ধিব কেমনে
তোমরা যে বুঝাও গো সখি মনে কি মানে
তোমরা যে বুঝাও গো সখি মনে কি মানে
লোকে বলে কলঙ্কিনী কলঙ্কের ভয় নাই মনে
বিনামূল্যে বিকাইলে নি প্রাণবন্ধে আমায় কিনে
আহারও না চয় গো মনে নিদ্রা নাই দুই নয়নে
কী সুখে যায় দিনরজনী তন জানে আর মন জানে
সোনার অঙ্গ পুড়ে অঙ্গার বন্ধুর প্রেমের আগুনে
জল ঢালিলে দ্বিগুণ জ্বলে নিভাব আর কেমনে
পাগল আবদুল করিম বলে প্রাণ কাঁদে বন্ধু বিনে
মনে লয় তার সঙ্গে যাইতাম ছাই দিয়া কুলমানে
[ কালনীর ঢেউ | (বিচ্ছেদ) গান নং: ১০৩ ]
- © শাহ আবদুল করিম রচনাসমগ্র -
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)