Bassbaba Sumon
বয়স হলো আমার | Boyosh Holo Amar - Mahaan ft Bassbaba | Lyrics
#Song: Boyosh Holo Amar
#Artist: Bassbaba Sumon
#Composer: Sumon
#Lyrics -
অনেকগুলো বছর পরে
ঘরের ছাদকে আকাশ ভেবে
ঘরের ছাদকে আকাশ ভেবে
রঙচটা ওই সূর্য দেখে
বয়স হলো আমার
বয়স হলো আমার
মাঝরাত্রে চাঁদের সাথে
আকাশকুসুম চিন্তা ঘিরে
তেপান্তরে যাবো ভেবে
বয়স হলো আমার
বয়স হলো আমার
হটাত দেখি এই জীবনটা যে
নতুন গানে মুচকি হাসে
মুচকি হাসে
মুচকি হাসে
অনেক দিনের অন্ধকারে
স্বপ্নগুলো হাতড়ে ফিরে
জোছনায় পথ দেখবো ভেবে
বয়স হলো আমার
বয়স হলো আমার
অন্ধকারের পাগলামিতে
নিথর হয়ে পরে থেকে
নিথর হয়ে পরে থেকে
হটাত আলোর ঝলকানিতে
বয়স হলো আমার
বয়স হলো আমার
হটাত দেখি এই জীবনটা যে
নতুন গানে মুচকি হাসে
মুচকি হাসে
মুচকি হাসে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)