Shah Abdul Karim
রঙের দুনিয়া তোরে চাই না | Ronger Duniya Tore Chai Na - Shah Abdul Karim | Lyrics
#Song: Ronger Duniya Tore Chai Na
#Lyrics & Tune: Shah Abdul Karim
- রঙের দুনিয়া তোরে চাই না -
রঙের দুনিয়া তোরে চাই না
দিবানিশি ভাবি যারে
তারে যদি পাই না
দিবানিশি ভাবি যারে
তারে যদি পাই না
বন্ধুব় প্রেমে পাগলিনী
শান্তি নাই দিন-রজনী
কুলহারা কলঙ্কিনী
শান্তি নাই দিন-রজনী
কুলহারা কলঙ্কিনী
কারো কাছে যাই না
প্রাণবন্ধুর সঙ্গ নিলাম
ভালোবেসে মনও দিলাম
পূর্বে যাহা ভেবেছিলাম
এখন ভাবি তাই না
ভালোবেসে মনও দিলাম
পূর্বে যাহা ভেবেছিলাম
এখন ভাবি তাই না
আসি বলে গেল চলে
ভাসি সদা নয়নজলে
বাউল আবদুল করিম বলে
রঙের গান আর গাই না
[ কালনীর কূলে | (বিচ্ছেদ) গান নং: ৯৭ ]
- © শাহ আবদুল করিম রচনাসমগ্র -
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)