Shah Abdul Karim
কোন মেস্তরি নাও বানাইলো | Kon Mestori Nao Banailo - Shah Abdul Karim | Lyrics
#Song: Kon Mestori Nao Banaylo
#Lyrics & Tune: Shah Abdul Karim
কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায়
ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খি নায়
ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খি নায়
চন্দ্র সূর্য বান্ধা রাখছে নায়েরই আগায়
দূরবীনে দেখিয়া পথ মাঝি-মাল্লায় বায়
রঙ-বেরঙের কত নৌকা ভবের তলায় আয়
রঙবেরঙের এর সারি গাইয়া ভাটি বাইয়া যায়
রঙবেরঙের এর সারি গাইয়া ভাটি বাইয়া যায়
হারা-জিতার ছুবের বেলা কার পানে কে চায়
মদন মাঝি বড় পাজি কত নাও ডুবায়
বাউল আবদুল করিম বলে বুঝে উঠা দায়
কোথা হতে আসে নৌকা কোথায় চলে যায়
মদন মাঝি বড় পাজি কত নাও ডুবায়
বাউল আবদুল করিম বলে বুঝে উঠা দায়
কোথা হতে আসে নৌকা কোথায় চলে যায়
[ কালনীর ঢেউ | (সারি গান) গান নং: ৬৮ ]
- © শাহ আবদুল করিম রচনাসমগ্র -
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)