Shah Abdul Karim

গাড়ি চলে না | Gaari Chole Na - Shah Abdul Karim | Lyrics

#Song: Gaari Chole Na, Chole Naa 
#Lyrics & Tune: Shah Abdul Karim 

গাড়ি চলে না, চলে না 
চলে না রে 
গাড়ি চলে না 

চড়িয়া মানবগাড়ি 
যাইতেছিলাম বন্ধুর বাড়ি 
মধ্য পথে ঠেকলো গাড়ি 
উপায়-বুদ্ধি মিলে না 

মহাজনে যত্ন করে 
পেট্রল দিল টেংকি ভরে 
গাড়ি চালায় মনড্রাইভারে 
ভালো-মন্দ বোঝে না 

গাড়িতে পেসিঞ্জারে 
অযথা গণ্ডগোল করে 
হেন্ডিম্যান কন্টেকটারে 
কেউর কথা কেউ শোনে না 

পার্সগুলো সব ক্ষয় হয়েছে 
ইঞ্জিনে ময়লা জমেছে 
ডায়নামা বিকল হয়েছে 
লাইটগুলো ঠিক জ্বলে না 

ইঞ্জিনে ব্যতিক্রম করে 
কন্ডিশন ভালো নয় রে 
কখন জানি ব্রেকফেইল করে 
ঘটায় কোন দুর্ঘটনা 

আবদুল করিম ভাবছে এবার 
কণ্ডেম গাড়ি কী করবো আর 
সামনে বিষম অন্ধকার 
করতেছি তাই ভাবনা 

[ কালনীর কূলে | গান নং: ৬১ ] 
- শাহ আবদুল করিম রচনাসমগ্র -

Posted: Sunday, September 19, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)