Shah Abdul Karim

মন মজালে ওরে বাউলা গান | Mon Mojale Ore Baula Gan - Shah Abdul Karim | Lyrics

#Song: Mon Mojale Ore Baula Gaan 
#Lyrics & Tune: Shah Abdul Karim 

মন মজালে ওরে বাউলা গান 
যা দিয়েছ তুমি আমায় কী দিব তার প্রতিদান 

অন্তরে আসিয়া যখন দিলে তুমি ইশারা 
তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে একতারা 
মন মানে না তোমায় ছাড়া তোমাতে সঁপেছি প্রাণ 

কী করে পাব তোমারে তাই ভাবি দিনরজনী 
মনের কথা প্রকাশ করি কথায় দিয়া রাগিণী 
এস্কে দিলদরিয়ার পানি ভাটি ছেড়ে হয় উজান 

তত্ত্বগান গেয়ে গেলেন যারা মরমি কবি 
আমি তুলে ধরি দেশের দুঃখ-দুর্দশার ছবি 
বিপন্ন মানুষের দাবি করিম চায় শান্তিবিধান 

[ ভাটির চিঠি | গান নং: ৫ ] 
- শাহ আবদুল করিম রচনা সমগ্র -

Posted: Sunday, September 19, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)