Shah Abdul Karim

পিরিতে শান্তি মিলে না | Pirite Shanti Mile Na - Shah Abdul Karim | Lyrics

#Song: Pirite Shanti Mile Na 
#Lyrics & Tune: Shah Abdul Karim 

পিরিতে শান্তি মিলে না 
মন মিলে মানুষ মিলে 
সময় মিলে না 

প্রেমিক যারা জিতে মরা 
আসলে সর্বস্বহারা 
যে যারে চায় তারে ছাড়া 
প্রাণে বাঁচে না 

পিরিত করে মন-উল্লাসে 
ঠেকলো যেজন ভালোবেসে 
কালনাগে দংশিলে বিষে 
মন্ত্র মানে না 

শুনো ওগো প্রাণসজনী 
কী সুখে যায় দিন-রজনী 
মন জানে আর আমি জানি 
অন্যে জানে না 

এখন শুনি লোকে বলে 
দুঃখের পরে শান্তি মিলে 
মানে না তো মনপাগলে 
লোকের সান্ত্বনা 

বাউল আবদুল করিম বলে 
ভাবিয়া আপন দিলে 
পিরিতে বিচ্ছেদ না হলে 
পরীক্ষা হয় না 

[ কালনীর কূলে | গান নং: ৭১ ] 
- শাহ আবদুল করিম রচনাসমগ্র -

Posted: Sunday, September 19, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)