Shah Abdul Karim
ভাবিলে কী হবে গো | Bhabile Ki Hobe Go - Shah Abdul Karim | Lyrics
#Song: Vabile Ki Hobe Go
#Lyrics & Tune: Shah Abdul Karim
ভাবিলে কী হবে গো যা হইবার তা হইয়া গেছে
জাতি-কুল-যৌবন দিয়াছি প্রাণ যাবে তার পাছে গো
যা হইবার তা হইয়া গেছে
যা হইবার তা হইয়া গেছে
কালার সনে প্রেম করিয়া কালনাগে দংশিছে
ঝাড়িয়া বিষ নামাইতে পারে এমন কি কেউ আছে গো
পিরিত পিরিত সবাই বলে পিরিত যে করিয়াছে
পিরিত করিয়া জ্বইলা পুইড়্যা কতজন মরেছে গো
আগুনের তুলনা হয় না প্রেম-আগুনের কাছে
নিভাইলে নিভে না আগুন কী করে প্রাণ বাঁচে গো
পিরিত করিয়া জ্বইলা পুইড়্যা কতজন মরেছে গো
আগুনের তুলনা হয় না প্রেম-আগুনের কাছে
নিভাইলে নিভে না আগুন কী করে প্রাণ বাঁচে গো
বলে বলুক লোকে মন্দ কুলের ভয় কি আছে
আবদুল করিম জিতে মরা বন্ধু পাইলে বাঁচে গো
[ কালনীর ঢেউ | গান নংঃ ৮১ ]
- শাহ আবদুল করিম রচনাসমগ্র -
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)