Shah Abdul Karim
কেমনে চিনিব তোমারে | Kemone Chinibo Tomare - Shah Abdul Karim | Lyrics
#Song: Kemone Chinibo Tomare
#Lyrics & Tune: Shah Abdul Karim
মুর্শিদ ধনহে, কেমনে চিনিব তোমারে
দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে
দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে
মায়াজালে বন্দি হয়ে আর কতকাল থাকিব
মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব
আশা করি আলো পাব ডুবে যাই অন্ধকারে
আশা করি আলো পাব ডুবে যাই অন্ধকারে
তন্ত্রমন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই
শাস্ত্রগ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই
কোন সাগরে খেলতেছ লাই ভাবতেছি তাই অন্তরে
পাগল আবদুল করিম বলে দয়া কর আমারে
নতশিরে করজোড়ে বলি তোমার দরবারে
ভক্তের অধীন হও চিরদিন থাক ভক্তের অন্তরে
[ কালনীর ঢেউ | গান নংঃ ১৭ ]
- শাহ আবদুল করিম রচনাসমগ্র -
Posted: Wednesday, September 15, 2021
- শাহ আবদুল করিম রচনাসমগ্র -
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)