HABIB

তারে ভাবলে কি আর | Taare Bhable Ki Ar - Habib ft Milon | Lyrics

#Song: Taarey Bhabley Ki Aar 
#Artist: Milon Mahmud 
#Lyric & Tune: Syed Shah Nur 
#Composition: Habib 
#Album: Moina Go 
#Lyrics - 

তারে ভাবলে কি আর 
জুড়ায় রে প্রান 
না দেখলে নয়নের বন্ধু রে 
কর রে বন্ধু যা লয় 
যা লয় তোমার মনে 
কর রে বন্ধু যা লয় 
যা লয় তোমার মনে 

ঘরে ঘরে প্রেম বিলাইলাম 
যাচিয়া যাচিয়া 
ঘরে ঘরে প্রেম বিলাইলাম 
যাচিয়া যাচিয়া 
আমায় সুজন রাখলে শুধু 
জ্বালাইয়া পুড়াইয়া রে বন্ধু 
কর রে বন্ধু যা লয় 
যা লয় তোমার মনে 
কর রে বন্ধু যা লয় 
যা লয় তোমার মনে 

সৈয়দ শাহ্‌ নূর এ কান্দে 
চাড়াল পাড়ায় বইয়া 
নায়র করিতে রে মানা 
সুন্দরের লাগিয়া রে বন্ধু 
কর রে বন্ধু যা লয় 
যা লয় তোমার মনে 
কর রে বন্ধু যা লয় 
যা লয় তোমার মনে 

তুমি ভিন্ন আমি ভিন্ন 
করিলা সৃজন 
আমার বলতে কি ধন আছে 
রাখতাম তোমার মন রে বন্ধু 
কর রে বন্ধু যা লয় 
যা লয় তোমার মনে 
কর রে বন্ধু যা লয় 
যা লয় তোমার মনে 

তারে ভাবলে কি আর
জুড়ায় রে প্রান
না দেখলে নয়নে রে বন্ধুরে
কর রে বন্ধু যা লয় 
যা লয় তোমার মনে 
কর রে বন্ধু যা লয়
যা লয় তোমার মনে 

Posted: Wednesday, September 15, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)