Shah Abdul Karim
Shah Abdul Karim
আসি বলে গেল বন্ধু আইল না | Ashi Bole Gelo Bondhu Aylo Na - Shah Abdul Karim | Lyrics
#Song: Ashi Bole Gelo Bondhu Aylo Na
#Lyrics & Tune: Shah Abdul Karim
আসি বলে গেল বন্ধু আইল না | লিরিক্স
আসি বলে গেল বন্ধু আইল না
যাইবার কালে সোনা বন্ধে
নয়ন তুলে চাইল না
যাইবার কালে সোনা বন্ধে
নয়ন তুলে চাইল না
আসবে বলে আসায় রইলাম
আশাতে নিরাশা হইলাম
বাটাতে পান সাজাই থইলাম
বন্ধু এসে খাইল না
সুজন বন্ধুরে চাইলাম
মনে বড় ব্যথা পাইলাম
আমি শুধু তার গান গাইলাম
সে আমার গান গাইল না
ভুলবো তারে কেমন করে
এই আশাতে যাব মরে
আসে যদি মরণ-পরে
করিমে তো পাইল না
করিমে তো পাইল না
[ কালনীর কূলে | (বিচ্ছেদ) গান নং: ৬৭ ]
- © শাহ আবদুল করিম রচনাসমগ্র -
#Song: Amar Bondhure Koi Pabo Go
#Lyrics & Tune: Shah Abdul Karim
- আমার বন্ধুরে কই পাব গো | লিরিক্স -
আমার বন্ধুরে কই পাব গো সখী আমারে বলো না
বন্ধুবিনে পাগল মনে বুঝাইলে বুঝে না গো সখি
আমারে বলো না
সাধে সাধে ঠেকছি ফাঁদে দিলাম ষোলোআনা
প্রাণপাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না গো সখি
আমারে বলো না
কী আগুন জ্বালাইল বন্ধে নিভাইলে নিভে না
জল ঢালিলে দ্বিগুণ জ্বলে উপায় কী বলো না গো সখি
আমারে বলো না
পাগল আবদুল করিম বলে অন্তরের বেদনা
সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচি না
আমারে বলো না
[ কালনীর ঢেউ | (বিচ্ছেদ) গান নং: ৯৭ ]
- © শাহ আবদুল করিম রচনাসমগ্র -
#Song: Shokhi Tora Prem Korio Na
#Lyrics & Tune: Shah Abdul Karim
#Lyrics & Tune: Shah Abdul Karim
সখি তোরা প্রেম করিও না | লিরিক্স
সখি তোরা প্রেম করিও না পিরিত ভালা না
প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কী বেদনা
প্রেম করে ভাসল সাগরে অনেকে পাইল না কূল
জগৎ জুড়ে বাজে শোনো পিরিতের কলঙ্কের ঢোল
দিতে গিয়ে প্রেমের মাশুল মান-কুলমান থাকে না
লাইলি-মজনু শিরি-ফরহাদ ওদের খবর রাখ নি
ইউসুফের প্রেমে জুলেখার হয় কত পেরেশানি
নবির প্রেমে ওয়াসকরনি যার প্রেমের নাই তুলনা
পিরিত পিরিত সবাই বলে পিরিতি সামান্য নয়
কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়
কাম হইতে হয় প্রেমের উদয় প্রেম হইলে কাম থাকে না
প্রেমিকের প্রেম-পরশে হয় শুদ্ধ প্রেমের উদয়
প্রেমিক যে জন সেই মহাজন নাই তাঁর ঘৃণা লজ্জা ভয়
বাউল আবদুল করিমে কয় অপ্রেমিকে বোঝে না
[ কালনীর ঢেউ | (প্রণয় গীতি) গান নং: ১১৭ ]
- © শাহ আবদুল করিম রচনাসমগ্র -
#Song: Ami Opar Hoye Boshe Achi
#Lyrics & Tune: Fokir Lalon Shah
আমি একা রইলাম ঘাঁটে, ভানু সে বসিল পাটে
আমি তোমা বিনে ঘোর সংকটে, না দেখি উপায়
আমি অপার হয়ে বসে আছি - ওহে দয়াময়
পারে লয়ে যাও আমায়
নাই আমার ভজন সাধন, চিরদিন কুপথে গমন
নাম শুনেছি পতিত পবন, তাইতে দিই দোহাই
ওপারে লয়ে যাও আমায়
অগতির না দিলে গতি, ও নামে হবে অখ্যাতি
লালন কয় অকূলের গতি, কে বলবে তোমায়
ওপারে লয়ে যাও আমায়
আমি অপার হয়ে বসে আছি - ওহে দয়াময়
পারে লয়ে যাও আমায়
#Song: Sob Loke Koy
#Lyrics & Tune: Fokir Lalon Shah
সব লোকে কয় | লিরিক্স
সব লোকে কয় লালন কী জাত সংসারে
লালন কয় জাতের কী রূপ
আমি দেখলাম না দুই নজরে
সব লোকে কয় লালন কী জাত সংসারে
কেউ মালা’য় কেউ তছবি গলায়
তাইতে যে জাত ভিন্ন বলায়
যাওয়া কিম্বা আসার বেলায়
জাতের চিহ্ন রয় কার রে
সব লোকে কয় লালন কী জাত সংসারে
যদি ছুন্নত দিলে হয় মুসলমান
নারীর তবে কি হয় বিধান
বামণ চিনি পৈতা প্রমাণ
বামণি চিনে কিসে রে
সব লোকে কয় লালন কী জাত সংসারে
জগত্ বেড়ে জেতের কথা
লোকে গৌরব করে যথা তথা
লালন সে জেতের ফাতা ঘুচিয়াছে সাধ বাজারে
সব লোকে কয় লালন কী জাত সংসারে
#Song: Boshonto Batashe O Shoi Go
#Lyrics & Tune: Shah Abdul Karim
বসন্ত বাতাসে ও সই গো | লিরিক্স
বসন্ত বাতাসে ও সই গো বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে
সই গো বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ি ফুল বাগানে নানা বর্ণের ফুল
ফুলের গন্ধে মনানন্দে ভ্রমরা আকুল
সই গো বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ি ফুলের টঙ্গি বাড়ির পূর্বধারে
সেথায় বসে বাজায় বাঁশি মন নিল তার সুরে
সই গো বসন্ত বাতাসে
মন নিল তার বাঁশির গানে রূপে নিল আঁখি
তাই তো পাগল আবদুল করিম আশায় চেয়ে থাকি
সই গো বসন্ত বাতাসে
[ কালনীর ঢেউ | (বিচ্ছেদ) গান নং: ৮৩ ]
- © শাহ আবদুল করিম রচনাসমগ্র -
#Song: Haat Bandhibo Pao Bandhibo
#Lyrics & Tune: Shah Abdul Karim
হাত বান্ধিব পাও বান্ধিব মন বান্ধিব কেমনে
তোমরা যে বুঝাও গো সখি মনে কি মানে
তোমরা যে বুঝাও গো সখি মনে কি মানে
লোকে বলে কলঙ্কিনী কলঙ্কের ভয় নাই মনে
বিনামূল্যে বিকাইলে নি প্রাণবন্ধে আমায় কিনে
আহারও না চয় গো মনে নিদ্রা নাই দুই নয়নে
কী সুখে যায় দিনরজনী তন জানে আর মন জানে
সোনার অঙ্গ পুড়ে অঙ্গার বন্ধুর প্রেমের আগুনে
জল ঢালিলে দ্বিগুণ জ্বলে নিভাব আর কেমনে
পাগল আবদুল করিম বলে প্রাণ কাঁদে বন্ধু বিনে
মনে লয় তার সঙ্গে যাইতাম ছাই দিয়া কুলমানে
[ কালনীর ঢেউ | (বিচ্ছেদ) গান নং: ১০৩ ]
- © শাহ আবদুল করিম রচনাসমগ্র -
#Song: Ronger Duniya Tore Chai Na
#Lyrics & Tune: Shah Abdul Karim
- রঙের দুনিয়া তোরে চাই না -
রঙের দুনিয়া তোরে চাই না
দিবানিশি ভাবি যারে
তারে যদি পাই না
দিবানিশি ভাবি যারে
তারে যদি পাই না
বন্ধুব় প্রেমে পাগলিনী
শান্তি নাই দিন-রজনী
কুলহারা কলঙ্কিনী
শান্তি নাই দিন-রজনী
কুলহারা কলঙ্কিনী
কারো কাছে যাই না
প্রাণবন্ধুর সঙ্গ নিলাম
ভালোবেসে মনও দিলাম
পূর্বে যাহা ভেবেছিলাম
এখন ভাবি তাই না
ভালোবেসে মনও দিলাম
পূর্বে যাহা ভেবেছিলাম
এখন ভাবি তাই না
আসি বলে গেল চলে
ভাসি সদা নয়নজলে
বাউল আবদুল করিম বলে
রঙের গান আর গাই না
[ কালনীর কূলে | (বিচ্ছেদ) গান নং: ৯৭ ]
- © শাহ আবদুল করিম রচনাসমগ্র -
#Song: Pagol Chara Duniye Chole Na
#Lyrics & Tune: Fokir Lalon Shah
পাগল ছাড়া দুনিয়া চলে না | লিরিক্স
খাজার নামে পাগল হইয়া
ঘুরি আমি আজমীর গিয়া রে
খাজার নামে পাগল হইয়া
ঘুরি আমি আজমীর গিয়া রে
এত করে ডাকলাম তারে
এত করে ডাকলাম তারে
তবু দেখা পাইলাম না
পাগল ছাড়া দুনিয়া চলে না
পাগল ছাড়া দুনিয়া চলে না
তুই পাগল, তোর মনও পাগল
তুই পাগল, তোর মনও পাগল
পাগল, পাগল, করিস না
পাগল ছাড়া দুনিয়া চলে না
পাগল ছাড়া দুনিয়া চলে না
মুর্শিদ আছে দেশে দেশে
এই জগতে কত বেশে রে
ধরতে পারলে পাবিরে তুই
ধরতে পারলে পাবিরে তুই
বেহেশতেরি নাজরানা
পাগল ছাড়া দুনিয়া চলে না
পাগল ছাড়া দুনিয়া চলে না
পাগল ছাড়া দুনিয়া চলে না
পাগল ছাড়া দুনিয়া চলে না
#Song: Khachar Bhetor Ochin Pakhi
#Lyrics & Tune: Fakir Lalon Shah
খাঁচার ভিতর অচিন পাখি | লিরিক্স
খাঁচার ভিতর অচিন পাখি | লিরিক্স
খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে
আট কুঠুরী নয় দরজা আটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা
তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়ে
কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা ভেঙ্গে পাখি আমার
কোন খানে পালায়
মন তুই রইলি খাঁচার আসে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়
কেমনে আসে যায়
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে
আট কুঠুরী নয় দরজা আটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা
তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়ে
কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা ভেঙ্গে পাখি আমার
কোন খানে পালায়
মন তুই রইলি খাঁচার আসে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়
কেমনে আসে যায়
#Song: Shomoy Gele Shadhon Hobe Na
#Lyrics & Tune: Fokir Lalon Shah
সময় গেলে সাধন হবে না | লিরিক্স
তুমি দিন থাকতে দ্বীনের সাধন
কেনো করলে না..
সময় গেলে সাধন হবে না..
সময় গেলে সাধন হবে না..
জানো না মন খালে বিলে..
থাকে না মিল জল শুকালে..
জানো না মন খালে বিলে..
থাকে না মিল জল শুকালে..
কি হবে আর বাঁধা দিলে..
শুকনা মোহনা..
সময় গেলে সাধন হবে না..
সময় গেলে সাধন হবে না..
অমাবস্যায় পূর্নিমা হয়..
মহা জোগ সে দিনের উদয়..
অমাবস্যায় পূর্নিমা হয়..
মহা জোগ সে দিনের উদয়..
লালন বলে তাহার সময় দ্বন্দ রয় না..
সময় গেলে সাধন হবে না..
সময় গেলে সাধন হবে না..
সময় গেলে সময় গেলে..
সময় গেলে সাধন হবে না..
সময় গেলে সাধন হবে না..
তুমি দিন থাকিতে..
কেনো করলে না..
সময় গেলে সাধন হবে না..
সময় গেলে সাধন হবে না..
জানো না মন খালে বিলে..
থাকে না মিল জল শুকালে..
জানো না মন খালে বিলে..
থাকে না মিল জল শুকালে..
কি হবে আর বাঁধা দিলে..
শুকনা মোহনা..
সময় গেলে সাধন হবে না..
সময় গেলে সাধন হবে না..
অমাবস্যায় পূর্নিমা হয়..
মহা জোগ সে দিনের উদয়..
অমাবস্যায় পূর্নিমা হয়..
মহা জোগ সে দিনের উদয়..
লালন বলে তাহার সময় দ্বন্দ রয় না..
সময় গেলে সাধন হবে না..
সময় গেলে সাধন হবে না..
সময় গেলে সময় গেলে..
সময় গেলে সাধন হবে না..
সময় গেলে সাধন হবে না..
তুমি দিন থাকিতে..
Categories
- - Bangla Movie Song -
- ARBOVIRUS
- ARK | Hasan
- ARTCELL
- ASHES
- AURTHOHIN
- Aftermath
- Andrew Kishore
- Anjan Dutt
- Anupam Roy
- Arijit Singh
- Arnob
- Asif
- Azam Khan
- BLACK
- Balam
- Bangla Folk Song
- Bappa Mazumder
- Bari Siddiqui
- CRYPTIC FATE
- De-illumination
- English Song
- FOSSILS
- FUAD
- HABIB
- Hasan
- Hemanta Mukherjee
- Hridoy Khan
- Humayun Ahmed
- ICONS
- Jagoroner Gaan
- James
- Khalid
- Kishore Kumar
- Kumar Bishwajit
- LRB | AB
- Linkin Park
- MECHANIX
- MILES
- Manna Dey
- Meghdol
- MiNERVA
- Minar
- NACHIKETA
- NEMESIS
- NONTA BISKUT
- OBLIQUE
- Old Songs
- POWERSURGE
- Paper Rhyme
- Prince Mahmud
- RECALL
- Rabindra Sangeet
- Runa Laila
- Rupam Islam
- SHIRONAMHIN
- SHUNNO
- SOULS
- STOIC BLISS
- Sabina Yasmin
- Sachin Dev Burman
- Shah Abdul Karim
- Srikanto Acharya
- THE TREE
- TRIMATRA
- Tahsan
- Tausif
- Topu
- VIBE
- VIKINGS
- WARFAZE
- WARSITE
- WINNING
- Yaatri Band
Popular Posts
-
#Song: Srotosshini #Album: #Band: Encore #Lyrics- - স্রোতস্বিনী | লিরিক্স - শ্রাবন ধারায় এত চেনা কি খুঁজে পাও যা আমার মাঝে নেই এক ...
-
মনে পরে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেনো দেখেছি রোদ জ্বলা দুপুরে সুর তুলে...
-
অসময়ের হাত ধরে অজানা পথ হেটে আজো আমি তোমার খুঁজে নিঃশব্দ কথা এমন গোপন করে তোমার স্বপ্ন খুঁজে পেরে সব কৃত্তিমতার মাঝে বেঁচে...