Shah Abdul Karim

সখি তোরা প্রেম করিও না | Shokhi Tora Prem Korio Na - Shah Abdul Karim | Lyrics

#Song: Shokhi Tora Prem Korio Na 
#Lyrics & Tune: Shah Abdul Karim 

সখি তোরা প্রেম করিও না | লিরিক্স 

সখি তোরা প্রেম করিও না পিরিত ভালা না 
প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কী বেদনা 

প্রেম করে ভাসল সাগরে অনেকে পাইল না কূল 
জগৎ জুড়ে বাজে শোনো পিরিতের কলঙ্কের ঢোল 
দিতে গিয়ে প্রেমের মাশুল মান-কুলমান থাকে না 

লাইলি-মজনু শিরি-ফরহাদ ওদের খবর রাখ নি 
ইউসুফের প্রেমে জুলেখার হয় কত পেরেশানি 
নবির প্রেমে ওয়াসকরনি যার প্রেমের নাই তুলনা 

পিরিত পিরিত সবাই বলে পিরিতি সামান্য নয় 
কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয় 
কাম হইতে হয় প্রেমের উদয় প্রেম হইলে কাম থাকে না 

প্রেমিকের প্রেম-পরশে হয় শুদ্ধ প্রেমের উদয় 
প্রেমিক যে জন সেই মহাজন নাই তাঁর ঘৃণা লজ্জা ভয় 
বাউল আবদুল করিমে কয় অপ্রেমিকে বোঝে না 

[ কালনীর ঢেউ | (প্রণয় গীতি) গান নং: ১১৭ ] 
- © শাহ আবদুল করিম রচনাসমগ্র -

Posted: Sunday, October 3, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)