Fokir Lalon Shah

আমি অপার হয়ে বসে আছি | Ami Opar Hoye Boshe Achi - Lalon | Lyrics

#Song: Ami Opar Hoye Boshe Achi 
#Lyrics & Tune: Fokir Lalon Shah 

আমি একা রইলাম ঘাঁটে, ভানু সে বসিল পাটে 
আমি তোমা বিনে ঘোর সংকটে, না দেখি উপায় 
আমি অপার হয়ে বসে আছি - ওহে দয়াময় 
পারে লয়ে যাও আমায় 

নাই আমার ভজন সাধন, চিরদিন কুপথে গমন 
নাম শুনেছি পতিত পবন, তাইতে দিই দোহাই 
ওপারে লয়ে যাও আমায় 

অগতির না দিলে গতি, ও নামে হবে অখ্যাতি 
লালন কয় অকূলের গতি, কে বলবে তোমায় 
ওপারে লয়ে যাও আমায় 
আমি অপার হয়ে বসে আছি - ওহে দয়াময় 
পারে লয়ে যাও আমায় 

Posted: Sunday, October 3, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)