Fokir Lalon Shah

সব লোকে কয় | Shob Loke Koy - Lalon | Lyrics

#Song: Sob Loke Koy 
#Lyrics & Tune: Fokir Lalon Shah 

সব লোকে কয় | লিরিক্স 

সব লোকে কয় লালন কী জাত সংসারে 
লালন কয় জাতের কী রূপ 
আমি দেখলাম না দুই নজরে 
সব লোকে কয় লালন কী জাত সংসারে 

কেউ মালা’য় কেউ তছবি গলায় 
তাইতে যে জাত ভিন্ন বলায় 
যাওয়া কিম্বা আসার বেলায় 
জাতের চিহ্ন রয় কার রে 
সব লোকে কয় লালন কী জাত সংসারে 

যদি ছুন্নত দিলে হয় মুসলমান 
নারীর তবে কি হয় বিধান 
বামণ চিনি পৈতা প্রমাণ 
বামণি চিনে কিসে রে 
সব লোকে কয় লালন কী জাত সংসারে 

জগত্ বেড়ে জেতের কথা 
লোকে গৌরব করে যথা তথা 
লালন সে জেতের ফাতা ঘুচিয়াছে সাধ বাজারে 
সব লোকে কয় লালন কী জাত সংসারে 

Posted: Sunday, October 3, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)