Bangla Folk Song

দে দে পাল তুলে দে | De De Pal Tule De - Abdur Rahman Boyati | Lyrics

#Song: De De Pal Tule De 
#Lyrics & Tune: Abdur Rahman Boyati  

দে দে পাল তুলে দে | লিরিক্স 

দে দে পাল তুলে দে 
মাঝি হেলা করিস না 
পাল তুলে দে মাঝি হেলা করিস না 
ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা 
একবার ছেড়ে দে নৌকা 
আমি যাবো মদিনা 

দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে 
হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে 
ও দয়াল মুর্শিদ যার সখা 
তার কিসের ভাবনা 
মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা 
হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা 
আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা 

ও দে দে পাল তুলে দে 
মাঝি হেলা করিস না 
পাল তুলে দে মাঝি হেলা করিস না 
ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা 
একবার ছেড়ে দে নৌকা 
আমি যাবো মদিনা 

ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে 
সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে 
ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা 
মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা 
হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা 
আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা 

দে দে পাল তুলে দে
মাঝি হেলা করিস না
পাল তুলে দে মাঝি হেলা করিস না
ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা
একবার ছেড়ে দে নৌকা
আমি যাবো মদিনা
ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা

Posted: Sunday, October 3, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

1 মন্তব্য(গুলি)

  1. উস্তাদ জালালুদ্দিন খা এর গান চাই

    ReplyDelete