Dinohin
আমার আনন্দের আর সীমা নাই | Amar Anonder Ar Shima Nai - Dinohin | Lyrics
#Song: Amar Anonder Ar Shima Nai
#Lyrics & Tune: Dinohin (সৈয়দ আব্দুন নূর হোছেনী চিশতি)
আমার আনন্দের আর সীমা নাই | লিরিক্স
আমার আনন্দের আর সীমা নাইগো
প্রান বন্ধু আসিলো ঘরে
সোনা বন্ধু আসিলো ঘরে গো
প্রানবন্ধু আসিলো ঘরে
বন্ধুরূপ নেহারিতে গো
সব দুঃখ যায় দূরে
নয়ন ভরে হেরবো রূপ
অন্তরে বাহিরে গো
প্রানবন্ধু আসিলো ঘরে
দুই চরণ ধরিয়া কান্দেগো
পাগল দ্বীনহীনে
রাধাকৃষ্ণের মিলন হবে
নিকুঞ্জ মন্দিরে গো
প্রানবন্ধু আসিলো ঘরে
Posted: Sunday, October 3, 2021
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)