Hason Raja

হাছন রাজায় কয় | Hason Rajay Koy - Hason Raja | Lyrics

#Song: Hason Rajay Koy 
#Lyrics & Tune: Hason Raja 

হাছন রাজায় কয় | লিরিক্স 

হাছন রাজায় কয়, আমি কিছু নয়রে, আমি কিছু নয় 
অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময় 

প্রেমেরি বাজারে হাছন রাজা হইয়াছে লয় 
তুমি বিনে হাছন রাজায় কিছু না দেখয় 

প্রেম জ্বালায় জ্বইলা মইলাম আর নাহি সয় 
যেদিকে ফিরিয়া চাই, বন্ধু দয়াময় 

তুমি আমি, আমি তুমি ছাড়িয়াছি ভয় 
উন্মাদ হইয়া হাছন, নাচিয়া বেড়ায় 

হাছন রাজায় কয়, আমি কিছু নয়রে, আমি কিছু নয় 
অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময় 

Posted: Sunday, October 3, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)