#Song: Matiro Pinjirar Majhe
#Lyrics & Tune: Hason Raja
মাটিরও পিঞ্জিরার মাঝে | লিরিক্স
মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে
কান্দে হাসন রাজার মন মনিয়া রে
মায়ে বাপে বন্দী কইলা, খুশির মাঝারে
লালে ধলায় বন্দী হইলাম, পিঞ্জিরার মাঝারে
উড়িয়া যায় রে ময়না পাখি, পিঞ্জিরায় হইল বন্দি
মায়ে বাপে লাগাইলা, মায়া জালের আন্দি
পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট করে
মজবুত পিঞ্জিরা ময়নায়, ভাঙ্গিতে না পারে
উড়িয়া যাইব শুয়া পক্ষী, পড়িয়া রইব কায়া
কিসের দেশ কিসের খোশ, কিসের দয়া মায়া
ময়নাকে পালিতে আছি দুধ কলা দিয়া
যাইবার কালে নিষ্ঠুর ময়নায় না চাইব ফিরিয়া
হাসন রাজায় ডাকব তখন ময়না আয়রে আয়
এমন নিষ্ঠুর ময়নায়, আর কি ফিরিয়া চায়
#Song: Nisha Lagilo Re
#Lyrics & Tune: Hason Raja
নিশা লাগিল রে | লিরিক্স
নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে
বাঁকা দু’নয়নে নিশা লাগিলো রে
হাসন রাজা পিয়ারির প্রেমে মজিলো রে
ছটফট করে হাসন দেখিয়া চাঁদ মুখ
হাসন জানের রূপ দেখিয়া জনমের গেলো দুঃখ
হাসন জানের রূপটা দেখি ফাল দি ফাল দি উঠে
চিরাবারা হাসন রাজার বুকের মাঝে ফুটে
#Song: Loke Bole
#Artist: Kaya
#Lyrics & Tune: Hason Raja
#Composition: Habib
#Album: Maya - Habib ft Kaya & Helal
#Lyrics -
লোকে বলে এ বলেরে
ঘর বাড়ি ভালা নায় আমার
লোকে বলে এ বলেরে
ঘর বাড়ি ভালা না আমার
কি ঘর বানাইমু আমি
কি ঘর বানাইমু আমি
শূণ্যেরও মাঝার লোকে বলে
এ বলেরে ঘর বাড়ি
ভালা না আমার
লোকে বলে বলেরে ঘর বাড়ি
ভালা না আমার
ভালা করি ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর
হায়রে কয়দিন থাকমু আর
ভালা করি ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর
হায়রে কয়দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার লোকে বলে
এ বলেরে ঘর বাড়ি ভালা না আমার
লোকে বলে বলেরে ঘর বাড়ি
ভালা না আমার
এ ভাবিয়া হাসন রাজা
ঘর দুয়ার না বান্ধে
হায়রে ঘর-দুয়ার না বান্ধে
কোথায় নিয়া রাখব আল্লায়
কোথায় নিয়া রাখব আল্লায়
তাই ভাবিয়া কান্দে
লোকে বলে বলেরে ঘর-বাড়ি
ভালা না আমার
লোকে বলে বলেরে ঘর-বাড়ি
ভালা না আমার
আগে জানতো যদি হাসন বাঁচব কতদিন
হায়রে বাঁচব কতদিন
আগে জানত যদি হাসন বাঁচব কতদিন
হায়রে বাঁচব কতদিন
বানাইত দালান কোঠা
বানাইত দালান কোঠা করিয়া রঙিন
লোকে বলে বলেরে ঘর-বাড়ি
ভালা না আমার
লোকে বলে বলেরে ঘর বাড়ি
ভালা না আমার
লোকে বলে বলেরে ঘর বাড়ি
ভালা না আমার
কি ঘর বানাইমু আমি
কি ঘর বানাইমু আমি
শূণ্যেরও মাঝার লোকে বলে
এ বলেরে ঘর বাড়ি ভালা না আমার
লোকে বলে ঘর বাড়ি ভালা না আমার
ঘর বাড়ি ভালা না আমার
#Lyrics & Tune: Hason Raja
#Composition: Habib
#Album: Maya - Habib ft Kaya & Helal
#Lyrics -
লোকে বলে এ বলেরে
ঘর বাড়ি ভালা নায় আমার
লোকে বলে এ বলেরে
ঘর বাড়ি ভালা না আমার
কি ঘর বানাইমু আমি
কি ঘর বানাইমু আমি
শূণ্যেরও মাঝার লোকে বলে
এ বলেরে ঘর বাড়ি
ভালা না আমার
লোকে বলে বলেরে ঘর বাড়ি
ভালা না আমার
ভালা করি ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর
হায়রে কয়দিন থাকমু আর
ভালা করি ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর
হায়রে কয়দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার লোকে বলে
এ বলেরে ঘর বাড়ি ভালা না আমার
লোকে বলে বলেরে ঘর বাড়ি
ভালা না আমার
এ ভাবিয়া হাসন রাজা
ঘর দুয়ার না বান্ধে
হায়রে ঘর-দুয়ার না বান্ধে
কোথায় নিয়া রাখব আল্লায়
কোথায় নিয়া রাখব আল্লায়
তাই ভাবিয়া কান্দে
লোকে বলে বলেরে ঘর-বাড়ি
ভালা না আমার
লোকে বলে বলেরে ঘর-বাড়ি
ভালা না আমার
আগে জানতো যদি হাসন বাঁচব কতদিন
হায়রে বাঁচব কতদিন
আগে জানত যদি হাসন বাঁচব কতদিন
হায়রে বাঁচব কতদিন
বানাইত দালান কোঠা
বানাইত দালান কোঠা করিয়া রঙিন
লোকে বলে বলেরে ঘর-বাড়ি
ভালা না আমার
লোকে বলে বলেরে ঘর বাড়ি
ভালা না আমার
লোকে বলে বলেরে ঘর বাড়ি
ভালা না আমার
কি ঘর বানাইমু আমি
কি ঘর বানাইমু আমি
শূণ্যেরও মাঝার লোকে বলে
এ বলেরে ঘর বাড়ি ভালা না আমার
লোকে বলে ঘর বাড়ি ভালা না আমার
ঘর বাড়ি ভালা না আমার
#Song: Baula
#Artist: Kaya
#Lyric & Tune: Hason Raja
#Composition: Habib
#Album: Maya
#Lyrics -
বাউলা কে বানাইলো রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে
বাউলা কে বানাইলো রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে
বাউলা কে বানাইলো রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে
বানাইল বানাইল বাউলা তার নাম হয় যে মাউলা
বানাইল বানাইল বাউলা তার নাম হয় যে মাউলা
দেখিয়া তার রূপের ঝলক
দেখিয়া তার রূপের ঝলক
হাসন রাজা হইল বাউলা
বাউলা কে বানাইল রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে
বাউলা কে বানাইলো রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে
হাসন রাজা হইসে পাগল প্রাণ বন্ধের কারনে
হাসন রাজা হইসে পাগল প্রাণ বন্ধের কারনে
বন্ধু বিনে হাসন রাজায়
বন্ধু বিনে হাসন রাজায় অন্ন নাহি পানে
বাউলা কে বানাইলো রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে
বাউলা কে বানাইলো রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে
হাসন রাজায় গাইসে গান হাতে তালি দিয়া
হাসন রাজায় গাইসে গান হাতে তালি দিয়া
সাক্ষাতে দাঁড়াইয়া শুনে
সাক্ষাতে দাঁড়াইয়া শুনে হাসন রাজার পিয়া
বাউলা কে বানাইলো রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে
বাউলা কে বানাইলো রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে
#Artist: Kaya
#Lyric & Tune: Hason Raja
#Composition: Habib
#Album: Maya
#Lyrics -
বাউলা কে বানাইলো রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে
বাউলা কে বানাইলো রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে
বাউলা কে বানাইলো রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে
বানাইল বানাইল বাউলা তার নাম হয় যে মাউলা
বানাইল বানাইল বাউলা তার নাম হয় যে মাউলা
দেখিয়া তার রূপের ঝলক
দেখিয়া তার রূপের ঝলক
হাসন রাজা হইল বাউলা
বাউলা কে বানাইল রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে
বাউলা কে বানাইলো রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে
হাসন রাজা হইসে পাগল প্রাণ বন্ধের কারনে
হাসন রাজা হইসে পাগল প্রাণ বন্ধের কারনে
বন্ধু বিনে হাসন রাজায়
বন্ধু বিনে হাসন রাজায় অন্ন নাহি পানে
বাউলা কে বানাইলো রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে
বাউলা কে বানাইলো রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে
হাসন রাজায় গাইসে গান হাতে তালি দিয়া
হাসন রাজায় গাইসে গান হাতে তালি দিয়া
সাক্ষাতে দাঁড়াইয়া শুনে
সাক্ষাতে দাঁড়াইয়া শুনে হাসন রাজার পিয়া
বাউলা কে বানাইলো রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে
বাউলা কে বানাইলো রে
হাসন রাজারে বাউলা কে বানাইল রে
#Song: Kanai
#Artist: Kaya
#Lyric & Tune: Hason Raja
#Composition: Habib
#Album: Maya
#Lyrics -
কানাই তুমি খেইর খেলাও কেনে
রঙের রঙিলা কানাই
রঙের রঙিলা কানাই
কানাই তুমি খেইর খেলাও কেনে
এই কথাটা হাছন রাজা
এই কথাটা হাছন রাজার উঠে মনে মনে
রঙের রঙিলা কানাই
কানাই তুমি খেইর খেলাও কেনে
কানাই তুমি খেইর খেলাও কেনে
রঙের রঙিলা কানাই
রঙের রঙিলা কানাই
কানাই তুমি খেইর খেলাও কেনে
স্বর্গপুরী ছাইড়া কানাই আইলা এই ভুবনে
হাছন রাজায় জিজ্ঞেস করে
হাছন রাজায় জিজ্ঞেস করে
হাছন রাজায় জিজ্ঞেস করে আইলায় কি কারণে
রঙের রঙিলা কানাই
কানাই তুমি খেইর খেলাও কেনে
কানাই তুমি খেইর খেলাও কেনে
রঙের রঙিলা কানাই
রঙের রঙিলা কানাই
কানাই তুমি খেইর খেলাও কেনে
কানাইয়ে যে করওইন
রঙ রাধিকা হইলো ঢঙ
উড়বে ঘুঘরার পতঙ্গ
খেলা হইবো ভঙ্গ
উড়বে ঘুঘরার পতঙ্গ
খেলা হইবো ভঙ্গ
রঙের রঙিলা কানাই
কানাই তুমি খেইর খেলাও কেনে
কানাই তুমি খেইর খেলাও কেনে
রঙের রঙিলা কানাই
রঙের রঙিলা কানাই
কানাই তুমি খেইর খেলাও কেনে
হাছন রাজায় জিজ্ঞেস করে
কানাই বা কোন জন
ভাবনা চিন্তা কইরা দেখে
কানাই যে হাছন
কানাই বা কোন জন
ভাবনা চিন্তা কইরা দেখে
কানাই যে হাছন
রঙের রঙিলা কানাই
কানাই তুমি খেইর খেলাও কেনে
আগুন লাগাইয়া দিলো কনে
হাছন রাজার মনে
নিভে নার উনো আগুন
জ্বলে দিলো জানে
ধপ ধপ করি উঠলো আগুন
ধইলো আমার প্রাণে
সুরমা নদীর জল দিলে
নিভে না সে কেনে
লাগাইলো লাগাইলো আগুন
আমার মনমোহনে
বাঁচিনা গো বাঁচি না গো
প্রাণ বন্ধু বিহনে
জ্বলিয়া জ্বলিয়া যায়রে আগুন
কিসে নাই মানে
বুঝিয়া দ্যাখরে হাছন রাজা
ধইলো না তোর ধনে
হাছন রাজার মনে
নিভে নার উনো আগুন
জ্বলে দিলো জানে
ধপ ধপ করি উঠলো আগুন
ধইলো আমার প্রাণে
সুরমা নদীর জল দিলে
নিভে না সে কেনে
লাগাইলো লাগাইলো আগুন
আমার মনমোহনে
বাঁচিনা গো বাঁচি না গো
প্রাণ বন্ধু বিহনে
জ্বলিয়া জ্বলিয়া যায়রে আগুন
কিসে নাই মানে
বুঝিয়া দ্যাখরে হাছন রাজা
ধইলো না তোর ধনে