#Song: Matiro Pinjirar Majhe
#Lyrics & Tune: Hason Raja
মাটিরও পিঞ্জিরার মাঝে | লিরিক্স
মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে
কান্দে হাসন রাজার মন মনিয়া রে
মায়ে বাপে বন্দী কইলা, খুশির মাঝারে
লালে ধলায় বন্দী হইলাম, পিঞ্জিরার মাঝারে
উড়িয়া যায় রে ময়না পাখি, পিঞ্জিরায় হইল বন্দি
মায়ে বাপে লাগাইলা, মায়া জালের আন্দি
পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট করে
মজবুত পিঞ্জিরা ময়নায়, ভাঙ্গিতে না পারে
উড়িয়া যাইব শুয়া পক্ষী, পড়িয়া রইব কায়া
কিসের দেশ কিসের খোশ, কিসের দয়া মায়া
ময়নাকে পালিতে আছি দুধ কলা দিয়া
যাইবার কালে নিষ্ঠুর ময়নায় না চাইব ফিরিয়া
হাসন রাজায় ডাকব তখন ময়না আয়রে আয়
এমন নিষ্ঠুর ময়নায়, আর কি ফিরিয়া চায়
#Song: Nisha Lagilo Re
#Lyrics & Tune: Hason Raja
নিশা লাগিল রে | লিরিক্স
নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে
বাঁকা দু’নয়নে নিশা লাগিলো রে
হাসন রাজা পিয়ারির প্রেমে মজিলো রে
ছটফট করে হাসন দেখিয়া চাঁদ মুখ
হাসন জানের রূপ দেখিয়া জনমের গেলো দুঃখ
হাসন জানের রূপটা দেখি ফাল দি ফাল দি উঠে
চিরাবারা হাসন রাজার বুকের মাঝে ফুটে
আগুন লাগাইয়া দিলো কনে
হাছন রাজার মনে
নিভে নার উনো আগুন
জ্বলে দিলো জানে
ধপ ধপ করি উঠলো আগুন
ধইলো আমার প্রাণে
সুরমা নদীর জল দিলে
নিভে না সে কেনে
লাগাইলো লাগাইলো আগুন
আমার মনমোহনে
বাঁচিনা গো বাঁচি না গো
প্রাণ বন্ধু বিহনে
জ্বলিয়া জ্বলিয়া যায়রে আগুন
কিসে নাই মানে
বুঝিয়া দ্যাখরে হাছন রাজা
ধইলো না তোর ধনে
হাছন রাজার মনে
নিভে নার উনো আগুন
জ্বলে দিলো জানে
ধপ ধপ করি উঠলো আগুন
ধইলো আমার প্রাণে
সুরমা নদীর জল দিলে
নিভে না সে কেনে
লাগাইলো লাগাইলো আগুন
আমার মনমোহনে
বাঁচিনা গো বাঁচি না গো
প্রাণ বন্ধু বিহনে
জ্বলিয়া জ্বলিয়া যায়রে আগুন
কিসে নাই মানে
বুঝিয়া দ্যাখরে হাছন রাজা
ধইলো না তোর ধনে