Shah Abdul Karim
আমি কুলহারা কলঙ্কিনী | Ami Kulhara Kolonkini - Shah Abdul Karim | Lyrics
#Song: Ami Kulhara Kolonkini
#Lyrics & Tune: Shah Abdul Karim
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইও না গো সজনী
আমারে কেউ ছুঁইও না গো সজনী
প্রেম করে প্রাণবন্ধুর সনে
যে-দুঃখ পেয়েছি মনে
আমার কেঁদে যায় দিন-রজনী
আমার কেঁদে যায় দিন-রজনী
প্রেম করা যে স্বর্গের খেলা
বিচ্ছেদে হয় নরকজ্বালা
আমার মন জানে, আমি জানি
সখী গো, উপায় বলো না
এ জীবনে দূর হলো না
বাউল করিমের পেরেশানি
এ জীবনে দূর হলো না
বাউল করিমের পেরেশানি
[ কালনীর কূলে | (বিচ্ছেদ) গান নং: ৯৬ ]
- © শাহ আবদুল করিম রচনাসমগ্র -
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)