Shah Abdul Karim
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা | Ami Ful Bondhu Fuler Bhromora - Shah Abdul Karim | Lyrics
#Song: Ami Ful Bondhu Fuler Vromora
#Lyrics & Tune: Shah Abdul Karim
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া
না আসিলে কালো ভ্রমর কে হবে যৌবনের দোসর
সে বিনে মোর শুন্য বাসর আমি জিয়ন্তে মরা
সে বিনে মোর শুন্য বাসর আমি জিয়ন্তে মরা
কুলমানের আশা ছেড়ে মন প্রান দিয়াছি যারে
এখন যে কাঁদায় আমারে এই কী তার প্রেমধারা
শুইলে স্বপনে দেখি ঘুম ভাঙিলে সবই ফাঁকি
কোট ভাবে তারে ডাকি তবু সে দেয় না সাড়া
আশা পথে চেয়ে থাকি তারে পাইলে হবো সুখি
এ করিমের মরণ বাকি, রইল সে যে অধরা
এ করিমের মরণ বাকি, রইল সে যে অধরা
[ কালনীর ঢেউ | (বিচ্ছেদ) গান নং: ৯৬ ]
- © শাহ আবদুল করিম রচনাসমগ্র -
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)