Best Top Song

বৃষ্টি নিয়ে বেস্ট ৫০+ গানের লিস্ট | বৃষ্টি নিয়ে যত গান

আমার মনে হয় না অনলাইন দুনিয়ায় আর কোথাও "বৃষ্টি" নিয়ে এত গানের কালেকশান এভাবে পাওয়া যাবে একসাথে। যদিও এই পোস্টটি বানাতে আমার প্রায় ৫ ঘন্টার উপরে সময় লেগেছে। যাইহোক, কপিরাইট ইস্যুর কারনে গানগুলোর লিরিক্স ৪/৫ লাইন দিয়ে সাথে ফুল গানের লিরিক্সের লিংক দিয়ে দিলাম। যাদের গানগুলা শোনা নাই তারা শুনে নিবেন। এছাড়া দেখেন তো আপনার কয়টা গান শোনা বা কয়টা প্রিয় গান আছে এখানের লিস্টে? আপনার প্রিয় কোন গান বাদ গেলে কমেন্ট করে জানাতে ভুলবেন না...

১। বৃষ্টি তোমাকে দিলাম - শ্রীকান্ত আচার্য

'আমার সারাটি দিন মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম
শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু
তোমার কাছে চেয়ে নিলাম'


২। বৃষ্টি পরে - বাপ্পা মজুমদার

'ঐ ছেলেটা আকাশ উপুর 
মনের ভিতর অলস দুপুর 
বৃষ্টি পরে, মনে মনে
বৃষ্টি পরে, আলিংগনে'


৩। বৃষ্টি নেমেছে - ওয়ারফেজ ব্যান্ড

বৃষ্টি নেমেছে রিমঝিমরিম
সুরের লহরী, নিঝুম রাতে 
বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে 
উদাস করেছে এই রাত 


৪। টিপ টিপ বৃষ্টি - শেখ ইশতিয়াক

'এলেই যদি কেনো চলে যাবে এখনই তুমি 
একটু পরেই শুরু হবে টিপ টিপ বৃষ্টি 
ভিজে যাবে তুমিও টিপ টিপ বৃষ্টি '


৫। বৃষ্টি পরে বৃষ্টির গান - জলের গান ব্যান্ড

'ইষ্টিকুটুম বৃষ্টি এলো সৃষ্টি হলো সুর
ভালোবাসায় ভাসলো খেয়া ঐ তো পাখিপুর
ইচ্ছে হলে এখন তুমি নাইতে পারো
বৃষ্টি জলে নূপুর পড়ে গাইতে পারো'


৬। বৃষ্টি ঝরে যায় - তৌসিফ

'বৃষ্টি ঝরে যায়, দু'চোখে গোপনে
সখিগো নিলা না খবর যতনে
আশায় আশায় বসে থাকি তোমার পথে
সখিগো নিলা না খবর মনেতে'


৭। আমি বৃষ্টি দেখেছি - অঞ্জন দত্ত

'আমি বৃষ্টি দেখেছি বৃষ্টির ছবি একেছি
আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি
আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামেনি
শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি'


৮। বৃষ্টি নাচে তালে তালে - মিলা ft ফুয়াদ

'বৃষ্টি নাচে তালে তালে আমার আঙ্গিনায়
তোমাকেই দেখবো বলে খোলা জানালায়
নি:স্ব এ রাত্রি কাটে তোমার প্রতিক্ষায়
তোমাকেই দেখবো বলে খোলা জানালায়'


৯। যদি বৃষ্টি হতাম - বিজয় মামুন

'যদি বৃষ্টি হতাম তোমায় ভিজিয়ে দিতাম
তোমাকে স্পর্শ থাকতো না অধরা
এতটা কাছে তুমি তবুও যায় না ছোঁয়া
এতটা ভালোবাসা তবুও হয় না দেয়া'


১০। বৃষ্টি - রাগা ব্যান্ড

'ধীরে ধীরে বৃষ্টি পরে
দেখে আমি আবেশী
বয়ে যায় জলস্রোতে
আমার পায়ের জলোচ্ছবি'


১১। বৃষ্টি  - কোল্ড জে ব্যান্ড

'সেই দিন খুব বৃষ্টি ছিল
ছিল সবার ব্যস্ততা
অদ্ভুত তাকে দেখলাম হঠাৎ
শান্ত তার পথ চলায়'


১২। এই বৃষ্টি ভেজা রাতে - লিংকন (আর্টসেল)

'এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটেনা
চাঁদ কেনো আলো দেয়না
পাখি কেনো গান গায় না
তাঁরা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসোনা'


১৩। যতটা মেঘ হলে বৃষ্টি - খালিদ

'যতটা মেঘ হলে বৃষ্টি নামে
ততটা মেঘ বুকে রেখেছি পুষে
কিভাবে আমায় তুমি কাঁদাবে বলো'


১৪। অঝোর বৃষ্টি - বালাম

'ভেজা সন্ধ্যা অঝোর বৃষ্টি
দূর আকাশে মেঘের প্রতিধ্বনি
বাদলে ঘিরেছে আকাশ বইছে বাতাস
আড়ালে দাঁড়িয়ে তুমি আর আমি'


১৫। বরষা - কনা ft ফুয়াদ

'মেঘের গায়ে নূপুর পায়ে নাচে বরষা
বৃষ্টি কি তার ছন্দ জেনেছে
শ্রাবণ কি তার মন্ত্র বলেছে
দু'হাত তুলে কোমল সুরে ডাকে কুয়াশা
বরষা, ভিজে বরষা'


১৬। হাজার বর্ষা রাত - সোলস ব্যান্ড

'দক্ষিণা বাতাসে তোমার ভীরু দীর্ঘশ্বাস
আঁধার ছড়াবে আমার প্রিয় সর্বনাশ
মেঘের ডানায় পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত'


১৭। অঝোর শ্রাবণ - কাজী শুভ

'নির্জনে এই মনে বরষার ছবি আঁকি
দিনগুলো অনুভবে মেঘ হয়ে ভেসে থাকে
তোমারি জন্য হৃদয় অরণ্যে
ঝরে শুধুই অঝোর শ্রাবণ'


১৮। মেঘবালিকা - চমক হাসান

'মেঘবালিকা কেমন আছো
রোদ পোহাতে আসবে কাল
মেঘবালিকা তোমার নাকি
দু'চোখ জুড়ে বর্ষাকাল'


১৯। আমি মেঘ ছুঁড়ে দেই - পলিন

'যদি ভুলে যাও না হয় আমাকে 
পারবে কি ভুলে যেতে আমার স্মৃতিকে 
যদি মুছে দাও আমার স্মৃতিকে
পারবে সুখি হতে আমাকে ভুলে 
আমি মেঘ ছুড়ে দেই তোমার ঐ আকাশে
বুঝে নিও তুমি এই আমাকে'


২০। মেঘমিলন - তানজিব, সোমা

'বৃষ্টি তো থেমেছে অনেক আগেই
ভিজেছি আমি একাই
আসতো যদি বিভীষিকা
খুঁজেও পেতেনা আমায়
মেঘ মিলনে চেয়ে রাগ করোনা
মন চায় তোমায় আজি রাতে রাতে'


২১।  বাদল দিনে - আবিদ

'বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা
কোন বলরামের আমি চেলা
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে
যা না চাইবার তাই আজি চাই গো
যা না পাইবার তাই কোথা পাই গো'


২২। কোন এক শ্রাবণে - রিকল ব্যান্ড

'খুব সকালে এই শহরে হঠাৎ হঠাৎ বৃষ্টি নামে 
সূর্য ঢাকে মেঘের ফাঁকে বৃষ্টিস্নানে নগর মাতে
ঘুম ভেঙ্গে যায় হঠাৎ করে নিদ্রা বিহীন আধাঁর ঘরে
কোন এক শ্রাবণে'

২৩। মেঘবরণ - তানজিব

'একা একা কথা বলা বৃষ্টির সাথে
নিমগ্ন নীড় ভোলা বর্ষা স্রোতে
বাড়ছে আকাশ কালো বাড়ছে সময়
ফেরার পথেই নত শুধু নোনা জল
ছুঁয়ে দাও তুমি আজ উত্তালী বর্ষাতে
পৃথিবীর শ্রেষ্ঠ সুখ তখনি হার মানবে'

২৪। আকাশ মেঘে ঢাকা - মেঘদল ব্যান্ড

'চোখের জলে আগুন জ্বলে
বৃষ্টি তুমি জানো কি?
চোখে চেতনায় অন্য আলো
স্তব্ধ সময় বোঝ কি?'

২৫। ঝড়িয়ে দাও - শুন্য ব্যান্ড

'ঝড়িয়ে দাও, অসীম অগোচরে
ঝড়িয়ে দাও, বৃষ্টির সুর ধরে
ঝড়িয়ে দাও, তোমার শীতল প্রেমে'

২৬। ভালোবাসা মেঘ - শিরোনামহীন ব্যান্ড

'সংলাপ সব পড়ে থাক
বৃষ্টিতে মন ভিজে যাক
ভালোবাসা মেঘ হয়ে যাক
ঘুরে ঘুরে যদি দূরে দূরে তবু
মেঘে মেঘে থাক ভালোবাসা
ইচ্ছে হলে ভালোবাসিস
না হয় থাকিস, যেমন থাকে স্নিগ্ধ গাংচিল'

২৭। এপিটাফ - অর্থহীন ব্যান্ড

'বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে
হাটছি আমি মেঠো পথে
মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি
বহুদিন তোমায় দেখি না যে
তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথাও হারায়'

২৮। আজ এই বৃষ্টির কান্না দেখে - নিয়াজ মোহাম্মদ চৌধুরী

'আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি
কোন দূরে যাবে বলো
তোমার চলার সাথী হবো আমি'

২৯। যদি মন কাঁদে - শাওন

'যদি মন কাঁদে, তুমি চলে এসো
চলে এসো, এক বরষায়
এসো ঝর ঝর বৃষ্টিতে
জল ভরা দৃষ্টিতে
এসো কমল শ্যামল ছায়'

৩০। এখনি নামবে বৃষ্টি - হাবিব

'ভালোবেসে যাবো দুজনে
ঝরে যাবে ব্যাথার শ্রাবণ
এখনই যেও না তুমি
ভালোবাসার অনেক বাকি
একটু দাঁড়াবে কি এখনি নামবে বৃষ্টি'

৩১। বরষা - শিরোনামহীন ব্যান্ড

'মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় তোমায় অনব ভালোবাসি
বরষা মানেনা, ঝরছে জলধারা
জানিনা জানিনা কাটবে কি ঘনঘটা'

৩২। ঝুম ঝুম বৃষ্টি - কুমার বিশ্বজিত, কনা

'ঝুম ঝুম ঝুম বৃষ্টি, কী অনাসৃষ্টি
ভিজে হাওয়া লাগে প্রাণে
আনচান এই অন্তর
ঝর..ঝর..ঝর..ঝরে প্লাবনে'

৩৩। ঝুম বৃষ্টি - অবসকিউর ব্যান্ড

'বুকের ভিতর জলের মত ছলকে পরছে শোক
চাইছি আমি আজ এখনি ঝুম বৃষ্টি হোক
মেঘের জলে মন যদি তোর হতো মেঘের মত
আমার মতো তুইও জলে ভাসতি আবিরত'

৩৪। বৃষ্টি পড়ে টাপুর টুপুর - সেলিম চৌধুরী

'ডাগর ডাগর চোখ যেনো তার ভালোবাসার ঘর
এক পলকে আমার বুকে তুলে প্রেমের ঝড়
একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায়
বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়া সোনার নূপুর
আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়?'

৩৫। বৃষ্টি - তপু

'দিও না যেতে আমি বৃষ্টি দেখতে চাই
ভালোবাসা চাই, শুরু থেকে
এভাবেই সব হারায় আর ফিরে আসে না
নিজেকে ছুরে দেই বৃষ্টিতে
বৃষ্টি, ধুয়ে দেয় কান্না জল যা তোমায় নিয়ে
বৃষ্টি, দেয় বিদায় দুঃখ যা জমাট ঘিরে'

৩৬। বৃষ্টিতে - তাহসান

'বৃষ্টিতে ভিজে ভিজে তুমি আমি হেঁটে পাড় বাঁধানো
এ নদীর তীরে পারুলের ছায়া ছুঁয়ে
বৃষ্টির জল নামে টুপটাপ করে
তোমার উন্মুক্ত কাঁধে মাথা
গোলাপী জামদানী ভিজে একাকার'

৩৭। বৃষ্টির দিন - সোশাল সারকাস

'বৃষ্টি মানে অলস দুপুর তোমার ভেজা চুল
বৃষ্টি মানে রোদের ছুটি প্রিয় গানের সুর
বৃষ্টি মানে খোলা জানালা পুরনো স্মৃতিচারণ
বৃষ্টি মানে আদুরে উল্লাস তোমায় ছুঁতে বারণ'

৩৮। এসো বৃষ্টি নামাই - হাবিব

'রাত নির্ঘুম বসে আছো তুমি দক্ষিনের জানালা খুলে
যত নির্বাক অভিমান মনে আজ সবটুকু নিলাম তুলে
এসো তবে বৃষ্টি নামাই সৃষ্টি ছাড়া ভালোবাসায়
এসো তবে জোছনা সাজাই দুচোখের তারায় তারায়'

৩৯। রিমঝিম ধারাতে - শান

'আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে
জাগেনি তো এতো আশা ভালোবাসা এ মনে
সেই বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হায় ফোটে কামিনী
আজ ভিজতে ভালো লাগে শূণ্য মনে জাগে প্রেমের কাহিনী'

৪০। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি - লতা মঙ্গেশকর

'বৃষ্টি বৃষ্টি বৃষ্টি
এ কোন অপরূপ সৃষ্টি
এতো মিষ্টি মিষ্টি মিষ্টি
আমার হারিয়ে গেছে দৃষ্টি'

৪১। বৃষ্টি এলেই আসো তুমি - কুমার বিশ্বজিত

'বৃষ্টি এলেই আমার চোখে নেমে আসো তুমি
অঝোর ধারায় ইচ্ছেমত ভেজাও হৃদয় ঘুম
বৃষ্টি দিনে তোমার সাথে হয় পরিচয় হয়েছিল
বৃষ্টি দিনে আবার তুমি ভেঙ্গে দিলে হৃদয়'

৪২। বৃষ্টি পরে টাপুর টুপুর - সেলিম চৌধুরী

'বৃষ্টি পরে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নূপুর
আঁকাবাঁকা মেঠো পথে কোন রূপসী হেটে যায়
আলতা রাঙা গায়ের বরন দীঘল কালো চুল
লাজুক লাজুক মুখ যেনো ফোঁটা পদ্মফুল'

৪৩। বৃষ্টি এলে - তাহসান

'বৃষ্টি এলে.. ভাবি তোমাকে
আজ এই বৃষ্টিতে খুব কাছে
এ যেন কল্পনা.. প্রেমের আলপনা
আজ তুমি খুব কাছে'

৪৪। বৃষ্টি ছুঁয়ে - তাহসান

'এ কি সে অধরে ছোঁয়া পরেছে তাই তো এ মন মৃদু হেসেছে
এ কি সে চোখে ধরা পরেছে তাই তো এ ক্ষন আজ মেতেছে
তোমায় হলো ফিরে পাওয়া আপন করে চাওয়া
বৃষ্টি ছুঁয়ে আরও প্রেম নিয়ে দুটি মন আজ একিসাথে ভিজেছে'

৪৫। চলো বৃষ্টিতে ভিজি - হাবিব

'যদি ডেকে বলি, এসো হাত ধরো চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে করুনাধারা দৃষ্টিতে
আসবে না তুমি... জানি আমি জানি
অকারনে তবু কেন কাছে ডাকি কেন মরে যাই তৃষ্ণাতে
এইই এসো না চলো জলে ভিজি শ্রাবণ রাতের বৃষ্টিতে

৪৬। তুমি বৃষ্টি হয়ে এলে - রূপঙ্কর বাগচি

'তুমি বৃষ্টি হয়ে এলে, আজি শিউলি ফোঁটার দিনে
  ওই রিমঝিমেরই ধারা রঙিন করে দিলে
তোমার বারিশ মাখা হাসি আমার কপাল ছুঁয়ে যায়
তোমার পাগল মাতাল ঢেউ আমার ভিজিয়ে দিলো চুল
আমাকে অবাক করে ভেজাও মন তুমি ছুঁলে'

৪৭। তুমি এলে অনেক দিনে পড়ে - হেমন্ত মুখোপাধ্যায়

'তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো
তুমি এলে অনেক কথা এলোমেলো মনে হলো
দিন যে আমার আজকে হলো দিন
একটু বসো কাছে আমার অনেক কথা আছে
তোমার সময় থেকে কিছু সময় আমায় দিয়ো ঋণ'

৪৮। আজ নামবে বৃষ্টি - অরবিট ব্যান্ড

'আজ নামবে বৃষ্টি ভিজে বৃষ্টি
বসে ভাবি স্মৃতিগুলো হৃদয়ে অনা সৃষ্টি
আগে তো বুঝিনি
বুঝিনা কি ভুল ছিলো এই হৃদয় মাঝে
ভাবলে নাকি হবে আর তুমিহীনা বেঁচে
স্বপ্নে আজ ব্যাথার ছায়া জানলে না তুমি'

৪৯। বৃষ্টি - জেমস

'বৃষ্টি এতো জোরে এসো না দিও না দুচোখ ভিজিয়ে
ও যে দেখতে পাবেনা রেখেছি কত জল জমিয়ে
কত অশ্রুধারায় মানুষ গিয়ে দাঁড়ায়
বাঁচার সবটা হারিয়ে, দিও না দিও না ভিজিয়ে'

৫০। টাপুর টুপুর - অর্ণব দত্ত

'টাপুর টুপুর বৃষ্টি নূপুর জলছবিরই গায়
তুই যে আমার একলা আকাশ
মেঠো সুরের ছায় রে মেঠো সুরের ছায়
রংবেরং এর বেলোয়ারি সাতরঙা রংমুখ
তোর মুখেতেই লুকিয়ে আছে
জীবন ভরের সুখ রে জীবন ভরের সুখ'

৫১। বৃষ্টি ঝড়া বর্ষা দিনে - বালাম

'বৃষ্টি ঝরা বর্ষা দিনে
খুঁজি তোমায় আনমনে
সেজেছে আকাশ মেঘের আড়ালে
এইতো এলো বৃষ্টি
আজ ভীষণ ইচ্ছে জাগে
হারাতে তোমার আলিঙ্গনে'

৫২। টিপ টিপ বৃষ্টি - ফুয়াদ

'এলেই যদি কেনো চলে যাবে এখনই তুমি
একটু পরেই শুরু হবে টিপ টিপ বৃষ্টি
ভিজে যাবে তুমিও টিপ টিপ বৃষ্টি'

৫৩। আজ নামবে বৃষ্টি - পলাশ

'আজ নামবে বৃষ্টি ভিজে যাবে দৃষ্টি
বসে ভাবি স্মৃতি গুল হৃদয়ে অনাসৃষ্টি
আজ নামবে বৃষ্টি ভিজে যাবে দৃষ্টি
বসে ভাবি স্মৃতি গুল হৃদয়ে অনাসৃষ্টি
আগেতো বুঝিনি'

৫৪। কেনো বৃষ্টি ঝড়ে যায় - হাসান

'কেনো বৃষ্টি ঝড়ে যায় নীরবে মনে
কেনো আমাকে ভেজাও অলস এ ক্ষণে
কেনো যে ডেকে যাও আজ আমায়
ফেরাতে পারিনা, আবেগী এ হৃদয়'

৫৫। কদম - ব্লু জিন্স

'আকাশ মেঘে বৃষ্টি হয়ে
স্বপ্নগুলো দেয় ভিজিয়ে
তুমিও কি আমার সাথে
ভিজবে পথে হাত জড়িয়ে
একগুচ্ছ কদম হাতে
ভিজতে চাই তোমার সাথে'

৫৬। বৃষ্টির ধরণী - ত্রিমাত্রা ব্যান্ড

'আমি সুখের বদলে দুঃখ নিবোনা তোমাকে পারি নিতে
আমি আমার বদলে আগুন নিবোনা বৃষ্টির ধরণীতে
যদি সারাদিন ধরে মেঘ চেয়ে চেয়ে ফিরেই চলে যাই
তবে স্নান করে নেবো তোমার চোখের আসন্ন বরষায়'

৫৭। মেঘ হলে মন -  শ্রীকান্ত 

'মেঘ হলে মন বিকেল বেলায়
একলা যেতাম মেঘের বাড়ি
মেঘ হত কাশফুলের দু' চোখ
বৃষ্টি কিন্তু খুব আনাড়ি'

৫৮। বৃষ্টি - কাসেট অফ সাউন্ডস

'বৃষ্টিতে ভিজছে এই শহর
কিসের হিসেব করো তুমি
তোমায় ভালোবাসার অযুহাত
খুঁজে পেয়েছি আজকে আমি
যদি আবার হই আমরা মুখোমুখি
তুমি নতুন করে আমায় ভালোবাসবে কি?'

৫৯। রিমঝিম রিমঝিম - কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি

'রিমঝিম রিমঝিম রুমঝুমরুম ঝুম
ভিজে ভিজে বরষায়
তুমি আমি দুজনায়, চলেছি... চলেছি
বাজেরে জলতরঙ্গ মনেরও মাঝেতে
মুক্ত যেন জল ছলকায়
বৃষ্টি এক ফোঁটা গগনে ঘনঘটা
কি জানি সাথে মন তরসায়'

৬০। রিমঝিম এই বরষাতে - কুমার শানু, অলকা ইয়াগণিক

'কালো মেঘে মেঘে কার ছোঁয়া লেগে বিজলী যে উঠে জলে
ঝড় আসে ছুটে সব নিতে লুটে বাঁধা দেবো কোন ছলে
ঘর ছেড়ে পথে নামি এ খেলাতে যোগ দিতে
থোকা থোকা কদম ফুলে এই আঁচল ভরে নিতে
মাঝ নদীর ঐ খেয়াতে ভাসতে ভালো লাগে
গাইতে ভালো লাগে,আর নাচতে ভালো লাগে
বৃষ্টির সুরের মত আজ বাজতে ভালো লাগে'

Posted: Friday, October 1, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)