Mixed Mp3 Songs
লাল বেনারশী জড়িয়ে তুমি | Lal Benaroshi - S D Rubel | Lyrics
#Song: Lal Benaroshi
#Artist: S D Rubel
#Lyrics -
লাল বেনারশী জড়িয়ে তুমি যে
আমার সীমানাটা ছাড়িয়ে গেলে
হারানো দিনের মতো
তুমি হারিয়ে গেলে
তুমি হারিয়ে গেলে
লাল বেনারশী জড়িয়ে তুমি যে
আমার সীমানাটা ছাড়িয়ে গেলে
কি অপরাধ ছিলো বলো তো আমার
দু'চোখে আঁধার তুমি দিলে উপহার
সব শর্ত তুমি নিঠুর হাতে
সব শর্ত তুমি নিঠুর হাতে গুড়িয়ে দিলে
হারানো দিনের মতো
তুমি হারিয়ে গেলে
তুমি হারিয়ে গেলে
লাল বেনারশী জড়িয়ে তুমি যে
আমার সীমানাটা ছাড়িয়ে গেলে
কি অভিমান নিয়ে গিয়েছো চলে
সে কথা আমায় কেনো গেলেনা বলে
সব স্বপ্ন তুমি নিজের পায়ে মাড়িয়ে গেলে
হারানো দিনের মতো
তুমি হারিয়ে গেলে
লাল বেনারশী জড়িয়ে তুমি যে
আমার সীমানাটা ছাড়িয়ে গেলে
হারানো দিনের মতো
তুমি হারিয়ে গেলে
তুমি হারিয়ে গেলে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)