MILES

নষ্ট অতীত | Noshto Otit - Miles | Lyrics

#Song: Nosto Atit 
#Vocal: Shafin Ahmed 
#Album: Prottasha (1993) 
#Lyrics - 

হারানো চোখ, হারানো মুখ
হারানো গান, হারানো সুর
হারানো রাত, হারানো ভোর
হারানো প্রেম, হারানো স্মৃতি
ফুরনো মোমবাতি শুধু এক দীর্ঘশ্বাস
ঝড় হয়ে করে মাতামাতি

হারানো চোখ, হারানো মুখ
হারানো গান, হারানো সুর
হারানো রাত, হারানো ভোর
হারানো প্রেম, হারানো স্মৃতি
ফুরনো মোমবাতি শুধু এক দীর্ঘশ্বাস
ঝড় হয়ে করে মাতামাতি

যেখানে ছিল জল ছিল নদী
সেখানে জাগে জল জাগে মরুভূমি
যেখানে ছিল ভালবাসা
সেখানে এখন শুধু ঘৃণা
জলসা ঘরে নিভে গেছে ঝাড়বাতি
হারানো চোখ, হারানো মুখ
হারানো গান, হারানো সুর
হারানো রাত, হারানো ভোর
হারানো প্রেম, হারানো স্মৃতি
ফুরনো মোমবাতি শুধু এক দীর্ঘশ্বাস
ঝড় হয়ে করে মাতামাতি

যেখানে ছিল ঘাস মৌমাছি
সেখানে চৌচির হয়ে আছে মাটি
যেখানে ছিল ভালবাসা
সেখানে এখন শুধু ঘৃণা
নির্বাসনে চলে গেছে সব প্রজাপতি
হারানো চোখ, হারানো মুখ
হারানো গান, হারানো সুর
হারানো রাত, হারানো ভোর
হারানো প্রেম, হারানো স্মৃতি
ফুরনো মোমবাতি শুধু এক দীর্ঘশ্বাস
ঝড় হয়ে করে মাতামাতি

হারানো চোখ, হারানো মুখ
হারানো গান, হারানো সুর
হারানো রাত, হারানো ভোর
হারানো প্রেম, হারানো স্মৃতি
ফুরনো মোমবাতি শুধু এক দীর্ঘশ্বাস
ঝড় হয়ে করে মাতামাতি

আরও পড়ুনঃ

Posted: Thursday, December 9, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)