Mixed Mp3 Songs

আমি এক গরিব প্রেমিক নীলা | Ami Ek Gorib Premik Neela | Lyrics

#Song: Ami Ek Gorib Premik Neela 
#Lyric & Tune: Argha Dev 
#Lyrics - 

আমি এক গরিব প্রেমিক নীলা 
আমার আর কিচ্ছু করার নেই 
আমি এক বেকার প্রেমিক নীলা 
তোমাকে কিচ্ছু দেবার নেই 

একটা নীল জোছনা রাতে 
এক মুক্ত আকাশ সাথে 
শান্ত শীতল শহরে দুজনেই 
একটা নীল জোছনা রাতে 
এক মুক্ত আকাশ সাথে 
শান্ত শীতল শহরে দুজনে 

আমি এক গরীব প্রেমিক নীলা 
আমার আর কোথাও যাওয়ার নেই 

আমার ভাঙ্গা ঘরে 
ঝিমঝিমিয়ে বৃষ্টি নামবে যখন 
আমি বুকটা পেতে আগলে রাখতে জানি 
তুমি এই বুকেতে রাখবে মাথা মানি 

আমি এক গরীব প্রেমিক নীলা 
আমার আর কোথাও যাওয়ার নেই 
আমি এক বেকার প্রেমিক নীলা 
তোমাকে কিচ্ছু দেবার নেই 

তোমার শরীরী জ্বরে 
উসুম উসুম জলপড়া হব আমি 
তুমি ভাত তুলে দিয়ে অপেক্ষা করো আমার 
আমি মাড় গেলে দিয়ে ভাত বেড়ে দেবো তোমার 

আমি এক গরীব প্রেমিক নীলা 
আমার আর কিচ্ছু করার নেই 
আমি এক বেকার প্রেমিক নীলা 
আমার আর কোথাও যাওয়ার নেই 

একটা জীর্ণ শীর্ণ মানিব্যাগ
তাতে খুচরো পয়সা গোজা
আর তোমার একটা সাদা কালো ছবি এই 
আমি এক গরিব প্রেমিক নীলা

আমি এক গরীব প্রেমিক নীলা 
আমার আর কিচ্ছু করার নেই 
আমি এক বেকার প্রেমিক নীলা 
আমার আর কোথাও যাওয়ার নেই 

আরও পড়ুনঃ

Posted: Wednesday, December 8, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)