Kolkata Movie Song
Jeno Tomari Kache | যেন তোমারি কাছে - Shudhu Tomari Jonyo Movie | Lyrics
#Song: Jeno Tomari Kache
- যেন তোমার'ই কাছে | লিরিক্স -
পারে মন খারাপই পারে তোমায় ফেরাতে
এসো মনের কূল কিনারে না হয় বেড়াতে
মন হলে দাঁড়িয়ে একবার ডেকো সঙ্গোপন
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
মন বলে তোমাকে একবার আগলে ছুঁয়ে যাই
মোম গলানো সন্ধ্যে বারবার থাকছি ছুঁয়ে তাই
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
দাও আমায় বলে কোন
গোপনে রাখা মেঘে ঢাকা আকাশের দেশ
নাও আমার ভিজে মন
সারিয়ে নিতে যদি পারো যত না বিশেষ
মন হলে দাঁড়িয়ে একবার ডেকো সঙ্গোপন
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
Posted: Saturday, November 30, 2024
#Singer: Ash King & Somlata
#Lyrics: Prasen
#Lyrics: Prasen
#Music : Arindom
#Film: Shudhu Tomari Jonyo (2015)
#Film: Shudhu Tomari Jonyo (2015)
- যেন তোমার'ই কাছে | লিরিক্স -
পারে মন খারাপই পারে তোমায় ফেরাতে
এসো মনের কূল কিনারে না হয় বেড়াতে
মন হলে দাঁড়িয়ে একবার ডেকো সঙ্গোপন
মোম গলে হয়েছে আঁধার জ্বালিয়ে রেখো মন
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
আজ না হয় কথা থাক
লুকোনো অনুতাপে ঢাকি চোরাকাঠা আগুন
আজ শুধুই বলে যাক
চোখের পাতা খুলে রাখি নিদার নিঝুম
জমে অভিমান আছে
আজ না হয় কথা থাক
লুকোনো অনুতাপে ঢাকি চোরাকাঠা আগুন
আজ শুধুই বলে যাক
চোখের পাতা খুলে রাখি নিদার নিঝুম
মন বলে তোমাকে একবার আগলে ছুঁয়ে যাই
মোম গলানো সন্ধ্যে বারবার থাকছি ছুঁয়ে তাই
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
দাও আমায় বলে কোন
গোপনে রাখা মেঘে ঢাকা আকাশের দেশ
নাও আমার ভিজে মন
সারিয়ে নিতে যদি পারো যত না বিশেষ
মন হলে দাঁড়িয়ে একবার ডেকো সঙ্গোপন
মোম গলে হয়েছে আঁধার, জ্বালিয়ে রেখো মন
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
যেন তোমারই কাছে
জমে অভিমান আছে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)