Mixed Mp3 Songs
এক মুঠো সুখ | Ak Mutho Shukh - Piash Reza | Lyrics
এক মুঠো সুখ বেলাশেষে..
তোমায় নিয়ে কতখানি..
অনূভূতি সব নিরুদ্দেশে..
তুমিও ভাবছ আমায় জানি..
কথা ব্যাকুলতার পিছু টান..
ফেলে আসি তবু হয়নি তো ম্লান
ভালোবাসি আমি শুধু তোমাকে.....
তুমি এমন ঘোর, কাটেনা প্রহর
নিয়ম মানে না হৃদয়..
তুমি আমার ভোর, ঘুম ভাঙ্গানোর
তুমিময় পুরোসময়..
অতটা ভাবনা আমায়
রেখেছে বিভোর করে..
রেখেছে বিভোর করে..
যতটা ভাবলে তোমায় শিহরন
এ মনের ভেতরে..
কথা ব্যাকুলতার পিছু টান..
ফেলে আসি তবু হয়নি তো ম্লান..
ভালোবাসি আমি শুধু তোমাকে......
কিছুটা প্রেমবিলাসী
অভিমানী অবাদ্ধ মনটাকে..
অভিমানী অবাদ্ধ মনটাকে..
যত চাই বেধে রাখতে..
হটাত নিখোঁজ হয় এক ফাঁকে.....
হটাত নিখোঁজ হয় এক ফাঁকে.....
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)