Mixed Mp3 Songs
প্রহর | Prohor - Studio58 | Lyrics
তোমার জন্য একশো রাতের গল্প জমা
কথার পিঠে ভর করেনা ভুলনীল হলেও রোদ, করে দেয় ক্ষমা
তোমার জন্য ফোটা পলাশ ফুল
তোমার জন্য জ্যোৎস্না বিরাণ রাতে
ঘুমের গল্পে কে লিখে যায় একা?
বিষন্ন ক্ষণ, বিষাদ আমার হাতে
শেষ প্রহরে তোমার সাথে দেখা
তোমার হাতে স্বপ্ন রঙিন ঘুড়ি
নীলাভ আকাশ নীরব আহ্বানে
গান শুনাবে ঘুম, করে কেউ চুরি
রোদ্দুপুরে তোমার কানে কানে
তোমার জন্য জ্যোৎস্না বিরাণ রাতে
ঘুমের গল্পে কে লিখে যায় একা?
বিষন্ন ক্ষণ, বিষাদ আমার হাতে
শেষ প্রহরে তোমার সাথে দেখা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)