Mixed Mp3 Songs
সেই রাতের আকাশের মাঝে | Shei Raater Akasher Majhe | Lyrics
LYRICS:
একা এই আমি, বড় একা এই জগতে!
কেউ পাশে নেই, আমার এই একলা পথে!
সব সুখ থেকে তৈরী আজ ই কষ্টের পরিনতি
আমি চাইনি এমন সুখ, এই জগতের নীতি!
হাসি থেকে অশ্রু ছিল সব ই তোমার নামে!
তোমার কথা ভেবে আজ শুধু অশ্রু নামে!
যত কষ্ট ছিল দু হাত দিয়ে মুছেছি তোমার!
কেউ ছিলনা যখন আমি পাশে ছিলাম তোমার!
চোখ মেলে দেখো আজও আছি পাশে দাড়িয়ে
তোমার স্মৃতি নিয়ে বেছে আছি বুকে জড়িয়ে!
আমি চেয়েছি যখন পাশে তুমি থাকনি!
আমার একাকিত্বের পাশে তুমি আসোনি!
তুমি বহুদূর তবু আমি আজও একা!
একা নই, সাথে আছে মনের যত ব্যাথা!
আসবে আরো আধার, নামবে আরো ঝড়,
তবু ফিরবে না তুমি থাকবে অপেক্ষার প্রহর!
সেই রাতের আকাশের মাঝে ছিল না তো চাঁদ!
চিলে না তুমি পাশে, ছিল বিষন্ন সে রাত!
আমি কেদেছি তোমাকে ভেবে তুমি ফিরে এলেনা!
আকাশের কান্না ভেজা বৃষ্টি তবু থামলো না!
কত ভালোবাসি তোমায় কি করে বুঝাই
কত স্বপ্ন দেখি আমি কি করে শুনাই!
কেমনে বুঝাই তোমায় কতটা ভালোবাসি!
মনে পরে আজও আমর তোমার সেই মধুর হাসি!
এসে ছিলে আমার বুকে, বেধে ছিলে বাসা !
দিয়েছিলে মন, দেখিয়েছিলে আশা!
অজানা পথে তুমি আছো বহু দুরে
সব ফেলে আমায় তুমি একা করে!
ভুলতে পারবনা তোমায় আমি কখনো!
ভালবাসি তোমায় তুমি ফিরলে না এখনো!
ভালবাসি তোমায় তুমি ফিরনি এখনো!
ভুলতে পারবনা তোমায় আমি কখনো!
হৃদয়ে এত ফীলিংস তুমি রং তুলিতে এঁকেছ!
চোখের কোনে তুমি কেনো কালো রাত রেখেছ?
মুছে দাও তুমি সেই কালো রাতের ছায়া!
দেখে যাও, আজও যত জমা আছে মায়া!
সেই রাতের আকাশের মাঝে ছিল না তো চাঁদ!
চিলে না তুমি পাশে, ছিল বিষন্ন সে রাত!
আমি কেদেছি তোমাকে ভেবে তুমি ফিরে এলেনা!
আকাশের কান্না ভেজা বৃষ্টি তবু থামলো না!
(0h baby come, come 2 ma life)
(0h baby come, come 2 ma mind)
(0h baby come back 2 ma soul)
(0h baby come back 2 ma world)
(0h baby, u r in ma life)
(0h baby, u r in ma soul)
(plz baby come back 2 ma heart,
(plz baby come back 2 ma world)
সারা রাত জুড়ে কেঁদেছি তবু তুমি ফিরে আসোনি!
আমি ভালোবেসেছি তোমাকে, তুমি বাসনি!
সময় চলে যায় তবু তুমি এই মনে
তোমার পথ চেয়ে আছি প্রতিটি খনে!
সারা রাত জুড়ে কেঁদেছি তবু তুমি ফিরে আসোনি!
আমি ভালোবেসেছি তোমাকে, তুমি বাসনি!
সময় চলে যায় তবু তুমি এই মনে
তোমার পথ চেয়ে আছি প্রতিটি খনে!
I'm going d0wn! I'm going d0wn!
N u dropped me forever, so um down!
I'm falling down! I'm falling down!
Cause, you was the only one..
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)