Mixed Mp3 Songs
জুতো | Juto - Fuad ft Altaf | Lyrics
জুতো জোড়া পরেছো বোঝা যাচ্ছে দামি
কী যেনো বলে তার নাম জর্জিও আরমানি
এক কানেতে কানের রিংটা নাইকি তার নাম
কোটটা তোমায় মানিয়েছে ভারি, বেল্টটা লুই ভিটাল
সবই আছে তোমার সাথে গাড়িটিও জাগুয়ার
শুধু নিজেও জানো না
পাওনি মনটি নিজেরি প্রেমিকার
ভালোবাসা যদি কেনা যেত জানি তুমি তা চাইতে না
হয়ত সব আছে বলে তোমার এখন ভালোবাসা লাগে না
ভালোবাসা শুধু তোমার কাছে বিছানার চুম্বন
সাথে ব্লু লেবেল টাকিলা আর গ্লাসে লেবু দেওয়া লবন
পারফিউমে মোড়া তোমার মাথা থেকে পা
তোমার আসল গন্ধ পাচ্ছে না তাই তোমার প্রেমিকা
প্রেমিকা তার দুচোখ ঢেকেছে মাসকারার রঙে
তুমিও খোঁজো নি চোখের তারায় ভালোবাসার মানে
ভাবছো তুমি.. ভাবছো তুমি এই তো এইভাবেই চলুক
কি হবে খোঁজে প্রেমের রঙটা লাল নীল না হলুদ!!
Posted: Sunday, December 14, 2014
কী যেনো বলে তার নাম জর্জিও আরমানি
এক কানেতে কানের রিংটা নাইকি তার নাম
কোটটা তোমায় মানিয়েছে ভারি, বেল্টটা লুই ভিটাল
সবই আছে তোমার সাথে গাড়িটিও জাগুয়ার
শুধু নিজেও জানো না
পাওনি মনটি নিজেরি প্রেমিকার
ভালোবাসা যদি কেনা যেত জানি তুমি তা চাইতে না
হয়ত সব আছে বলে তোমার এখন ভালোবাসা লাগে না
ভালোবাসা শুধু তোমার কাছে বিছানার চুম্বন
সাথে ব্লু লেবেল টাকিলা আর গ্লাসে লেবু দেওয়া লবন
পারফিউমে মোড়া তোমার মাথা থেকে পা
তোমার আসল গন্ধ পাচ্ছে না তাই তোমার প্রেমিকা
প্রেমিকা তার দুচোখ ঢেকেছে মাসকারার রঙে
তুমিও খোঁজো নি চোখের তারায় ভালোবাসার মানে
ভাবছো তুমি.. ভাবছো তুমি এই তো এইভাবেই চলুক
কি হবে খোঁজে প্রেমের রঙটা লাল নীল না হলুদ!!
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)