Mixed Mp3 Songs
তুই | Tui - Ahetuk | Lyrics
বন্ধু আমার চুলগুলো দেখ
কেমন এলোমেলো
তুই কাছে নেই শান্ত আমি
কোথায় যে পালাবো
তরি ঠোঁটের ডান দিকের ওই
ছোট্ট কালো তিল
একটু ছুতেই মনের মাঝে
উষ্নতার মিছিল
তুই নামের এক রঙে আঁকা
আমার এই পৃথিবী
বলনা বন্ধু আছিস কোথায়
কবে আমার হবি
স্বপ্ন ঘুলো দিচ্ছে ঝাড়ি
রাখছি কেনো দূরে
তোকে ছাড়া স্বপ্নগুলো
স্বপ্ন হয় কি করে ?
সময়টারও মনটা খারাপ আর
ইচ্ছেদের অনুষন
তোর গল্পটা লিখতেই হবে
মন চাইবেই যখন
চাদের আলো জানালাতে
রয়েছে দাঁড়িয়ে এই যে বুঝি
তুই এসে হাত টা দিলি বাড়িয়ে......
Posted: Tuesday, December 16, 2014
কেমন এলোমেলো
তুই কাছে নেই শান্ত আমি
কোথায় যে পালাবো
তরি ঠোঁটের ডান দিকের ওই
ছোট্ট কালো তিল
একটু ছুতেই মনের মাঝে
উষ্নতার মিছিল
তুই নামের এক রঙে আঁকা
আমার এই পৃথিবী
বলনা বন্ধু আছিস কোথায়
কবে আমার হবি
স্বপ্ন ঘুলো দিচ্ছে ঝাড়ি
রাখছি কেনো দূরে
তোকে ছাড়া স্বপ্নগুলো
স্বপ্ন হয় কি করে ?
সময়টারও মনটা খারাপ আর
ইচ্ছেদের অনুষন
তোর গল্পটা লিখতেই হবে
মন চাইবেই যখন
চাদের আলো জানালাতে
রয়েছে দাঁড়িয়ে এই যে বুঝি
তুই এসে হাত টা দিলি বাড়িয়ে......
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)