Mixed Mp3 Songs
চুমকি | Chumki - Fuad ft Pantho Kanai | Lyrics
চুমকি চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে
রাগ করোনা সুন্দরী গো
রাগলে তোমায় লাগে আরও ভালো
সুন্দরী চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে
রাগ করোনা সুন্দরী গো
রাগলে তোমায় লাগে আরও ভালো
চুমকি চলেছে
ও টাঙ্গাওয়ালী রাগ করো খালি
চাবুক রেখে আমার হাত ধরো সেই ভালো
একা একা এই পথে চলোনা
আর কারও নজরে পরোনা
তাহলে যে মরে যাবো আমি
মুখেতে গালি
মিঠা মিঠা হেঁয়ালি
যত খুশি গালাগালি করো লাগে ভালো
আমাকে পাশে নিয়ে চলো না
মিষ্টি করে তুমি বলো না
তোমাকে যে আমি ভালোবাসি
Posted: Tuesday, December 16, 2014
সঙ্গী হলে দোষ কি তাতে
রাগ করোনা সুন্দরী গো
রাগলে তোমায় লাগে আরও ভালো
সুন্দরী চলেছে একা পথে
সঙ্গী হলে দোষ কি তাতে
রাগ করোনা সুন্দরী গো
রাগলে তোমায় লাগে আরও ভালো
চুমকি চলেছে
ও টাঙ্গাওয়ালী রাগ করো খালি
চাবুক রেখে আমার হাত ধরো সেই ভালো
একা একা এই পথে চলোনা
আর কারও নজরে পরোনা
তাহলে যে মরে যাবো আমি
মুখেতে গালি
মিঠা মিঠা হেঁয়ালি
যত খুশি গালাগালি করো লাগে ভালো
আমাকে পাশে নিয়ে চলো না
মিষ্টি করে তুমি বলো না
তোমাকে যে আমি ভালোবাসি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)